ব্লগ পোস্ট কি? Blog Post কিভাবে লিখতে হয়

একটি ভালো Blog Post লিখতে আপনাকে অবশ্যই জানতে হবে ব্লগ পোস্ট কি এবং Blog Post কিভাবে লিখতে হয়। বর্তমান সময়ে Blogging আর পূর্বের ব্লগিং নেই, অনেকেই ক্যারিয়ার হিসেবে ব্লগিংয়ে প্রবেশ করেছে আবার অনেকে পার্ট টাইম ব্লগিং করছে। যতই দিন যাচ্ছে ব্লগে কম্পিটিশন বাড়ছে, তাই আপনাকে ব্লগিংয়ে টিকে থাকতে হলে অবশ্যই ভালো মানের ব্লগ পোস্ট লিখতে হবে।

একটি ভালো মানের ব্লগ পোস্ট লিখতে আপনার কি কি বিষয় গুলো অনুসরণ করতে হবে, যাতে আপনার লেখা Blog Post গুগলে Rank হয় এবং আপনি গুগল থেকে Organic Traffic পেতে পারেন।

সেই সাথে কোন বিষয়ে Blog Post লেখার পূর্বে আপনাকে অবশ্যই আপনার পছন্দের Keyword সার্চ ভলিউম এবং কম্পিটিশন সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কেননা ভিন্ন ভিন্ন কিওয়ার্ডের উপর ভিন্ন ভিন্ন সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে। তাই ব্লগ পোস্ট কি এই সম্পর্কে জানা খুবই জরুরী।

ব্লগ পোস্ট কি – How To Write a Blog Post

ব্লগ পোস্ট কি Blog Post কিভাবে লিখতে হয়
ব্লগ পোস্ট কি? Blog Post কিভাবে লিখতে হয়

ব্লগ পোস্ট হচ্ছে কোন ব্লগ বা ওয়েবসাইটের জন্য লেখা কনটেন্ট, যেখানে ওয়েবসাইট বা ব্লগ ওনার তার ব্লগে নির্দিষ্ট টপিকের উপরে তার বিচার-বিশ্লেষণ লিখে বিষয়টি বিস্তারিত বর্ণনা করে ভিজিটরদের বোঝানোর চেষ্টা করে থাকে।

এতক্ষণ আপনাদের একটি ব্লগ পোস্ট কি এবং ব্লগ লেখার সম্পর্কে যে কথাগুলো বলেছি এছাড়াও একটি ভালো ব্লগ পোস্ট লেখার জন্য আরো বেশ কিছু বিষয়ের উপর আপনাকে প্রকাশ করতে হবে। আপনাকে আপনার ব্লগ রেংক করাতে হলে অবশ্যই বিষয়গুলো অনুসরণ করতে হবে।

1. কিওয়ার্ড রিসার্চ – Keyword Research

Keyword Research করার মূল উদ্দেশ্য হচ্ছে লোকেরা গুগলে ঐ কিওয়ার্ড সম্পর্কে গুগলে সার্চ করে কিনা এই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া। যদি লোকেরা গুগলে সার্চ না করে তবে ঐ কিওয়ার্ডের উপর পোস্ট লিখে কি লাভ।

ব্লগিং শুরু করছেন অথচ Keyword Research সম্পর্কে শুনেননি এমন ব্লগার সংখ্যা খুবই কম। যে কোন বিষয়ের উপরে ব্লগ পোস্ট লেখার পূর্বে Keyword Research করা জরুরি, কেননা কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে প্রথমে আপনাকে লো কম্পিটিশন কিওয়ারটি খুঁজে বের করতে হবে।

একটি নতুন ব্লগের জন্য Low কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা নতুন ব্লগটি High Competition Keyword এর উপরে রেংক করা খুবই কঠিন। Keyword Difficulty কত তা খুঁজে বের করার জন্য আপনাকে Keyword Research tools ব্যবহার করতে হবে।

তবে এমন কিছু কিওয়ার্ড রয়েছে যে কিওয়ার্ডগুলোতে Pro Blogger পূর্ব অনুমান নির্ভর করে ব্লগ পোস্ট লিখে থাকেন। যখন আপনি একজন প্রো ব্লগার হয়ে যাবেন তখন আপনিও এই ধরনের কিওয়ার্ডে ব্লগ পোস্ট লিখতে পারবেন।

ব্লগ পোস্ট কি? জানার পর আপনার জানা প্রয়োজন একটি কিওয়ার্ড কিভাবে সার্চ ইঞ্জিনে আসে। কেননা নতুন কিওয়ার্ডগুলো Keyword Research tools কালেক্ট করতে সময় নিয়ে থাকে।

2. Long Tail Keyword এর উপর ব্লগ পোস্ট লিখুন

Long Tail Keyword meaning হলো বড় কিওয়ার্ড, যে কিওয়ার্ডে চারের অধিক শব্দ যুক্ত হয়ে গুগলে সার্চকারির ইন্তেনশন প্রকাশ করে। একটি নতুন ব্লগের জন্য লং টেল কিওয়ার্ড এর উপর blog পোস্ট লেখা খুবই গুরুত্বপূর্ণ।

Keyword দুই প্রকার, Long Tail Keyword এবং Sort Tail Keyword. তিন শব্দের নিচে যে সকল কিওয়ার্ড রয়েছে সেগুলোকে বিশেষ করে শর্ট টেল কিওয়ার্ড বলা হয়ে থাকে। যে সকল কিওয়ার্ড তিনের অধিক শব্দ নিয়ে গঠিত সেগুলোকে Long Tail Keyword বলা হয়ে থাকে।

Sort Tail Keyword Example

GP Offer একটি Sort Tail Keyword, এর উপর একটি ব্লগ পোস্ট যদি কোন নতুন ব্লগে পাবলিস্ট করা হয় তবে তার রেংক করা খুবই কঠিন। কেননা এই কিওয়ার্ডের উপর গ্রামীণফোন অফিসিয়ালি কনটেন্ট লিখেছে এবং পুরাতন ব্লগ গুলো বর্তমানে Rank করে আছে।

আরও পড়ুনঃ

এফিলিয়েট মার্কেটিং কি? 

আমার ইমেইল আইডি ভুলে গেছি

Long Tail Keyword Example

GP Minute Offer 30 Days হলো একটি Long Tail Keyword, এই কিওয়ার্ডে আপনি খুবই কম ব্লগ পোস্ট লেখা পাবেন। যদি জিপি মিনিট অফার ৩০ দিন সম্পর্কে আপনি কম্পিটিশন বেশি পান তবে স্পেসিফিক সাল যুক্ত করে আরো লং টেল হিসেবে এই Keyword কে তৈরি করতে পারেন।

যেমন GP Minute Offer 30 Days 2023, এই কিওয়ার্ডের উপর পোস্ট পাবলিস্ট করলে rank আরো দুটো হওয়ার সম্ভাবনা রয়েছে।

3. Keyword Difficulty – কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করা

একটি ব্লগ পোস্ট কি? জানার পর আপনাকে অবশ্যই ব্লগ পোস্ট লেখার পূর্বে Keyword Research এর পাশাপাশি Keyword Difficulty চেক করতে হবে। নতুন ব্লগারদের জন্য জানাচ্ছি যে Sort Tail Keyword এর কিওয়ার্ড ডিফিকাল্টি সব সময় বেশি হয়ে থাকে। তাই সব সময় Long Tail Keyword ব্যবহার করুন আপনি কম কিওয়ার্ড ডিফিকাল্টি পাবেন এবং দ্রুত গুগলে আপনার blog post Rank করাতে পারবেন।

উদাহরণস্বরূপ GP Offer কিওয়ার্ডের Keyword Difficulty হল ২৮, এই Keyword পোস্ট লিখার চেয়ে না লেখাই ভালো। পক্ষান্তরে GP offer check code কিওয়ার্ডের Keyword Difficulty হল মাত্র ২, তাই আপনি নিজ থেকে বিবেচনা করুন কোন কিওয়ার্ডের উপর পোস্ট লিখলে আপনি গুগলের প্রথম পেজে রেংক করতে পারবেন।

ব্লগ পোস্ট কি? জানার পর আপনাকে কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি সম্পর্কে জানানো হলো। Keyword Research Tools গুলিতে Keyword ডিফিকাল্টটি কে KD হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

4. Search Volume – অনুসন্ধান ভলিউম

একটি কিওয়ার্ডের Keyword Difficulty ও Search Volume একে অন্যের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। Search Volume যত বেশি হয়ে থাকে KD, আবার Sort Tail Keyword এর Keyword Difficulty বেশি হয়ে থাকে।

তাই New Blog post লেখার সময় অবশ্যই আপনাকে Keyword Difficulty, সার্চ ভলিউম সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে Long Tail Keyword Search Volume কম থাকলেও আপনার ব্লগ পোস্ট রেংক করা সম্ভব না বেশি থাকে।

5. Blog Post Length – ব্লগ পোস্ট কত শব্দের

ধরুন আপনি Keyword Research করে একটি Long Tail Keyword খুঁজে পেয়েছেন, এখন আপনাকে Keyword Difficulty ও Search Volume চেক করতে হবে। যদি আপনার Keyword Research এবং উল্লেখিত তিনটি টার্ম ঠিক থাকে তবে আপনাকে পঞ্চম ধাপে আরও একটি বিষয় অনুসরণ করতে হবে ব্লগ পোস্ট লেখা শুরুর পূর্বে।

আপনাকে আপনার কিওয়ার্ড টি গুগলে লিখে সার্চ করতে হবে, তারপর গুগলের প্রথম পেজে থাকা প্রথম চারটি পোস্ট ওপেন করে চেক করতে হবে তারা কত লম্বা আর্টিকেল লিখেছে, এটাই হচ্ছে Blog Post Length.

তাই আপনাকেও আপনার পছন্দের কিওয়ার্ডের ওপর ব্লগ পোষ্ট লিখতে হবে যারা ইতিমধ্যে গুগলের টপে rank করা আছে তাদের থেকে কিছু বেশি শব্দের। অযথা Blog Post Length বৃদ্ধি না করে সঠিক তথ্যগুলো খুঁজে বের করে ভিজিটরদের জন্য উপস্থাপন করুন।

তবে আপনাকে Blog Post Length বড় করার পাশাপাশি ফ্রেশ কনটেন্ট লিখতে হবে। এজন্য আপনাকে প্রথমেই গুগলে প্রথম দিকে রেংকিংয়ে থাকা কিছু ব্লগ পোস্ট ভিজিট করে সঠিক ধারণা নিতে হবে। তারা যে সকল বিষয়গুলো উপস্থাপন করেনি আপনাকে সেই সমস্ত বিষয়গুলো আপনার ব্লগ পোস্টে উপস্থাপন করতে হবে।

আরও পড়ুনঃ

Digital Marketing Ki Bangla

আজকের রবি ইন্টারনেট অফার ২০২৩

উপসংহার,

আশা করি আপনি জানতে পেরেছেন ব্লগ পোস্ট কি? কিভাবে একটি ভালো মানের ব্লগ পোস্ট ( Blog Post) লিখতে হয়। একটি নতুন ব্লগে কিভাবে একটি ব্লগ পোস্ট লিখতে হবে কি ধরনের কিবোর্ড এর উপরে আপনি লিখবেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

আশা করি আপনি How To Write a Blog Post (ব্লগ পোস্ট কি), কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, সার্চ ভলিউম DA, লঙ্কটেল কিওয়ার্ড, Sort lait কিওয়ার্ড সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

যদি এখনো আপনার ব্লগ পোস্ট কি এবং কিভাবে ব্লগ পোস্ট লেখা শুরু করবেন এই সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

সেই সাথে ব্লগ পোস্ট সম্পর্কে আরো জানতে গুগলের অফিসিয়াল পেজে ভিজিট করুন। Click Here.

Leave a Comment