এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ | Airtel internet offer

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ পোস্টে আমরা আপনাদেরকে বর্তমানে এয়ারটেল সিমে চলমান সেরা মাসিক ইন্টারনেট অফার সমূহ সম্পর্কে জানিয়ে দেব। বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর Airtel সিমে সবচেয়ে চমৎকার ইন্টারনেট অফার প্রদান করা হয়ে থাকে ৩০ দিন মেয়াদে।

আপনার মাসিক ইন্টারনেট খরচ বাঁচাতে অবশ্যই আপনাকে এয়ারটেল সিমের সঠিক ইন্টারনেট অফারটি নির্বাচন করতে হবে। ক্রিক24 ওয়েবসাইটে আপনাকে এয়ারটেল রিচার্জ ইন্টারনেট অফারে বর্তমানে কোন কোন ৩০ দিন মেয়াদে ইন্টারনেট অফার চলমান রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আপনি যদি আপনার এয়ারটেল সিমে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করেন মিনিট ব্যবহার না করেন তবে আপনাকে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই মিনিটও ইন্টারনেট একসাথে এয়ারটেল বান্ডেল অফার গুলো ব্যবহার করুন।

কেননা শুধুমাত্র ইন্টারনেট অফার বিবেচনা করলে বর্তমান সময়ে ইন্টারনেট অফার গুলোর মূল্য অনেক। মিনিটের সাথে ইন্টারনেট ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই অফার ক্রয় করতে পারবেন।

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ | Airtel internet offer 2023 30 Days

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন
এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন

অফিসিয়ালি এয়ারটেল এর পক্ষ থেকে প্রকাশ করা ব্যানারে বর্তমানে ৩০ দিন মেয়াদী চারটি এয়ারটেল ইন্টারনেট অফার পাওয়া যাচ্ছে। তবে এয়ারটেল সিমে পূর্বে চলমান ইন্টারনেট অফার সমূহ বর্তমানে পাওয়া যাচ্ছে।

পুরাতন এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ ২০২৩ সম্পর্কে এই পোস্টে আমরা আলোচনা করব না।

বর্তমানে চলমান এয়ারটেল রিচার্জ ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ সম্পর্কে আপনারা এই পোস্টে জানতে পারবেন। এই পোস্টে উল্লেখিত এয়ারটেল ইন্টারনেট অফার সমূহ আপনি সরাসরি রিচার্জের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

এয়ারটেল রিচার্জ ইন্টারনেট অফার ২০২৩

রিচার্জইন্টারনেট অফারমেয়াদ
৩৪৪ টাকা৭ জিবি৩০ দিন
৪৯৭ টাকা৪২ জিবি৩০ দিন
৫৯৮ টাকা৫৫ জিবি৩০ দিন
৬৯৮ টাকা৬৫ জিবি৩০ দিন
এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩

উপরোক্ত সারণিতে প্রদান করা এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ লিস্ট বর্তমানে অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে প্রদান করা।

আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি সম্পূর্ণ প্রমাণসহ আপনাদের এয়ারটেল ইন্টারনেট অফার সম্পর্কিত অফিসিয়াল ব্যানারটি এখানে দেয়া হলো।

এয়ারটেল ইন্টারনেট মাসিক প্যাকেজ

  • ৩৪৪ টাকা রিচার্জে এয়ারটেল সিমে পাচ্ছেন ৭ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন।
  • ৪৯৭ টাকা রিচার্জে এয়ারটেল সিমে পাচ্ছেন ৪২ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন।
  • এয়ারটেল ৫৫ জিবি ইন্টারনেট অফার মেয়াদ ৩০ দিন মূল্য ৫৯৮ টাকা।
  • এয়ারটেলে ৬৫ জিবি ইন্টারনেট অফার মূল্য ৬৯৮ টাকা, মেয়াদ ৩০ দিন। সরাসরি রিচার্জ এর মাধ্যমে অফারটি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ

এয়ারটেল ইন্টারনেট অফার দেখার নিয়ম ২০২৩

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর কোড কত?

নতুন এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩ লিস্ট | এয়ারটেল রিচার্জ প্যাক

রিচার্জইন্টারনেট অফারমেয়াদ
৩৯৯ টাকা১৬ জিবি৩০ দিন
৪৪৯ টাকা২২ জিবি৩০ দিন
৫৪৯ টাকা৪০ জিবি৩০ দিন
নতুন এয়ারটেল ইন্টারনেট অফার 2023 লিস্ট 30 দিন মেয়াদ

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ লিস্টে যে ইন্টারনেট প্রদান করা হয়েছে এই অফারগুলো নতুন এয়ারটেল ইন্টারনেট অফার।

থাকা airtel ইন্টারনেট অফার গুলো অফিসিয়াল ব্যানার এবং পোস্টারে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সারণীতে অফার গুলো বর্তমানে airtel টাং রিচার্জ এর মাধ্যমে রিচার্জ করলে দেখতে পাওয়া যাচ্ছে।

উপরোক্ত উভয় সারণির সকল অফার গুলো বর্তমানে চলমান রয়েছে আপনি চাইলে যে কোন সারণী থেকে আপনার পছন্দের এয়ারটেল ইন্টারনেট অফার 30 দিন মেয়াদ ক্রয় করতে পারেন।

আরও পড়ুনঃ

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড কত?

এয়ারটেল ইন্টারনেট অফার দেখার নিয়ম

এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায়

আপনি যদি কম টাকার মধ্যে ৩০ দিন মেয়াদ এয়ারটেল ইন্টারনেট অফার খুঁজেন তবে আপনাকে ৩৯৯ টাকা রিচার্জে ১৬ জিবি ইন্টারনেট প্যাকটি নেয়ার জন্য সাজেস্ট করব।

কেননা বর্তমানে এয়ারটেল বিডি ৩৪৪ টাকা রিচার্জে মাত্র সাত জিবি ইন্টারনেট প্রদান করতে ৩০ দিন মেয়াদে, যা একজন রেগুলার ইন্টারনেট ব্যবহারকারীর জন্য মোটেও গ্রাহক বান্ধব নয়।

এয়ারটেল ৩০ জিবি ইন্টারনেট অফার

নতুন এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩ লিস্টে আমরা জানতে পারি ৪৪৯ টাকা রিচার্জে ২২ জিবি ইন্টারনেট প্রদান করা হচ্ছে।

পক্ষান্তরে এয়ারটেল রিচার্জ ইন্টারনেট অফার ২০২৩ লিস্ট থেকে আমরা আরো জানতে পারি ৪৯৭ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকদের ৪২ জিবি ইন্টারনেট ডাটা প্রদান করছে।

উক্ত এয়ারটেল ইন্টারনেট অফার দুটিতে মূল্য ব্যবধান ৪৮ টাকা, তবে ইন্টারনেটের ব্যবধান ২০ জিবি।

তাই বুঝতেই পারছেন বাংলাদেশের টেলিকম অপারেটরগুলো কিভাবে সমন্বয়হীন অফার প্রদান করছে গ্রাহকদের জন্য।

যাইহোক আমার সাজেশন অনুসারে আপনাকে এয়ারটেল ৪৯৭ টাকা রিচার্জ করে ৪২ জিবি ইন্টারনেট অফার ক্রয় করা উচিত।

এয়ারটেল ৫০ জিবি ইন্টারনেট অফার

নতুন এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ লিস্ট থেকে আমরা জানতে পারি ৫৯৮ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকদের ৫৫ জিবি ইন্টারনেট প্রদান করছে।

আবার নতুন এয়ারটেল ইন্টারনেট অফার 2023 লিস্টে আপনাকে এয়ারটেল ৫৪৯ টাকা রিচার্জে ৪০ জিবি ইন্টারনেট সম্পর্কে জানানো হয়েছে।

বাস্তবেও তেমনটাই এখন আপনার কি পরিমান ইন্টারনেট ব্যবহার হয় তার উপর ভিত্তি করে আপনি যে কোন একটি এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ লিস্ট থেকে পছন্দ করে নিবেন।

এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি

বর্তমান সময়ে এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফার নিয়মিত অফারে পাওয়া যাচ্ছে না।

তবে এয়ারটেল গ্রাহকদের প্রমোশনাল ইন্টারনেট অফার হিসেবে এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি অফার প্রদান করছে।

শুধুমাত্র ঐ সকল এয়ারটেল গ্রাহক এই অফারটি ব্যবহার করতে পারবেন যাদের কাছে এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি অফার সম্পর্কে এসএমএস সেন্ড করা হয়েছে এয়ারটেল এর পক্ষ থেকে।

৯৭ টাকায় ১০ জিবি এয়ারটেল

এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি অফারের মত ৯৭ টাকায় ১০ জিবি এয়ারটেল অফারটি বর্তমানে চলমান নেই।

প্রিয় পাঠক airtel ইন্টারনেট অফার ৩ দিন মেয়াদী প্যাকেজে ৯৭ টাকায় ১০ জিবি এয়ারটেল দেয়া হচ্ছিল অনেক পূর্বে।

তবে বর্তমানে সরাসরি 97 টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকদের কে কোন ধরনের অফার প্রদান করছে না।

তবে এয়ারটেল সিমে ৮৯ টাকা রিচার্জে ১০ জিবি ইন্টারনেট প্রদান করা হচ্ছিল, তা এখন ১ জিবি বাড়িয়ে ১১ জিবি অফারে রুপান্তর করা হয়েছে।

তাই আপনি যদি এয়ারটেল সিমে ৯৭ টাকায় ১০ জিবি এয়ারটেল খুঁজে থাকেন, তবে এর পরিবর্তে আপনি ৮৯ টাকা রিচার্জের মাধ্যমে ১১ জিবি ইন্টারনেট প্যাকটি ক্রয় করতে পারেন, মেয়াদ মত্র ৩ দিন।

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ পোস্টে আজ এ পর্যন্তই পরবর্তী দিনে এয়ারটেলের আরো অন্য অন্য অফার নিয়ে আপনাদের সামনে হাজির হব।

আরও পড়ুনঃ

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড কত?

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর কোড কত?

এয়ারটেল ইন্টারনেট অফার 2023 FAQS

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ আছে কি?

হাঁ আছে, আমরা এই পোস্টে অনেকগুলি এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ সম্পর্কে আলোচনা করেছি।

এয়ারটেল ৫০ জিবি ইন্টারনেট অফার কত টাকা?

এয়ারটেল ৫০ জিবি ইন্টারনেট অফার মূল্য ৫৯৮ টাকা, তবে এয়ারটেল ৫৯৮ টাকায় ৫৫ জিবি ইন্টারনেট প্যাক প্রদান করছে।

উপসংহার,

আশা করি এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ লিস্ট সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়েছেন। আমরা চেষ্টা করেছি এয়ারটেল রিচার্জ ইন্টারনেট অফার ২০২৩ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য প্রদান করতে।

এছাড়াও আপনার ব্যবহার করা কোন এয়ারটেল রিচার্জ ইন্টারনেট অফার সম্পর্কে জানা থাকলে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

কেননা লোকেরা প্রতিদিনই এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ লিখে গুগলে সার্চ করছে।

আপনার একটি মূল্যবান মন্তব্যে অন্য ভিজিটরদের উপকারে আসবে, তাই যে কোন গঠনমূলক মন্তব্য লিখে অবশ্যই একটি কমেন্ট করুন।

Airtel ইন্টারনেট অফার সম্পর্কে আরো জানতে চাইলে আপনি এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং জানতে পারেন।

এছাড়াও আমরা এই ব্লগে নিয়মিত এয়ারটেল সিমের মিনিট ইন্টারনেট কলরেট ও বান্ডেল অফার সহ সকল অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি।

Leave a Comment