এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন Affiliate Marketing

এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে এফিলিয়েট মার্কেটিং কি, Affiliate Marketing করে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানানো হবে। এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো এ সম্পর্কে যারা জানতে ইচ্ছুক তাদের জন্য হতে পারে একটি সেরা নিবন্ধ।

যদি আপনি Online work করতে চান যেখানে আপনি দ্রুত টাকা ইনকাম করতে চান তবে আপনাকে অবশ্যই এফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করতে হবে।

এই পোষ্টের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং কি? কাকে বলে এবং কিভাবে খুব অল্প সময়ের মধ্যে Affiliate Marketing করে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই দ্রুত অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এফিলিয়েট মার্কেটিং কি?

এফিলিয়েট মার্কেটিংয়ের মানে হচ্ছে কোন পণ্যের প্রমোশন করে পণ্যটি বিক্রি করানো, যেখানে পণ্যের প্রমোশনকারী বিক্রয়মূল্যের উপর কিছু পারসেন্ট কমিশন পেয়ে থাকে।

যেমন ধরুন amazon ওয়েবসাইটে যে সকল পণ্যগুলো রয়েছে সে সকল পণ্যের Affiliate Marketing করার জন্য Marketer দের একটি লিংক দেয়া হয়ে থাকে। একজন মার্কেটার হিসেবে শেয়ার করা আপনার Affiliate Marketing link ব্যবহার করে যখন কোন পণ্য amazon থেকে ক্রয় করা হবে তখন amazon আপনাকে পণ্যের মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে কমিশন দিবে।

তবে ভিন্ন ভিন্ন পণ্যের ক্ষেত্রে Affiliate Marketer দের জন্য ভিন্ন ভিন্ন কমিশন স্ট্রাকচার তৈরি করেছে Affiliate Commission প্রদানকারী কোম্পানিগুলো। অ্যামাজনে Affiliate জয়েন করলে আপনি ২% থেকে শুরু করে ১৫% পর্যন্ত কমিশন পেতে পারেন।

বর্তমানে ফিজিক্যাল পোর্নের তুলনায় ডিজিটাল পণ্য বা SAS Products গুলোতে Affiliate Commission বেশি পাওয়া যায়। SAS Product Affiliate Marketing Commission 50% পর্যন্ত হতে পারে.

তাই আপনি Affiliate Marketing করে কত টাকা আয় করবেন সেটা নির্ভর করে আপনার প্রমোট করা পণ্যের ধরনের উপর। তাই এখানে আমরা 10 Best Affiliate Marketing program ও তাদের Commission স্ট্রাকচার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

Amazon Affiliate Marketing কিভাবে শুরু করবেন

এফিলিয়েট মার্কেটিং কি কিভাবে শুরু করবেন Affiliate Marketing
এফিলিয়েট মার্কেটিং কি?

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পণ্য রয়েছে amazon ওয়েবসাইটে, Amazon Affiliate Marketing থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে Amazon Affiliate Program জয়েন করতে হবে। একজন Amazon Affiliate partner হিসাবে আপনি আপনার বাছাই করা পণ্যটিকে সঠিক গ্রাহক পর্যন্ত পৌঁছাতে হবে।

Amazon Affiliate Program জয়েন করার জন্য আপনার কাছে একটি ওয়েবসাইট/Blog , অ্যাপ অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে। কেননা amazon আপনি কোথায় এবং কিভাবে পণ্যটি প্রচার করবেন এই বিষয়ে নিশ্চিত হতে চায়।

যখনই কোন গ্রাহক আপনার Amazon Affiliate Link ব্যবহার করে amazon থেকে কোন পণ্য ক্রয় করবে তখন আপনি কমিশন পাবেন। অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য সবথেকে সহজ এবং দ্রুত সময় টাকা পাওয়ার নিশ্চয়তা দিয়ে থাকে Amazon Affiliate.

আপনি সফলভাবে Amazon Affiliate Partner জয়েন করার পর আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Facebook, Twitter, WhatsApp এবং Instagram ব্যবহার করে বিনামূল্যে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অনেকেই এফিলেট মার্কেটিং করে রাতারাতি বড়লোক হওয়ার কথা বললেও আপনাকে কষ্ট করতে হবে টাকা ইনকাম করার জন্য।

কেননা আপনার মত এমন অনেকই রয়েছে যারা Amazon Affiliate সহ বিশ্বের অন্যান্য এফিলেট প্রোগ্রামগুলো জয়েন করে পণ্যক্রমটের মাধ্যমে টাকা ইনকাম করে থাকে।

আরও পড়ুনঃ

রবি ইন্টারনেট অফার ৩০ দিন

জিপি মিনিট অফার ৩০ দিন

এফিলিয়েট মার্কেটিং কাকে বলে?

এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) হলো কমিশনের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য কোন পণ্যের প্রচার-প্রচারণা করা। তাই ইন্টারনেট ব্যবহার করে কোন পণ্য সঠিক অডিয়েন্স পর্যন্ত পৌঁছানো কেই এফিলিয়েট মার্কেটিং বলা হয়ে থাকে।

এক্ষেত্রে ব্যবহারকারীর ইচ্ছা প্রাধান্য দেয়া হয়ে থাকে, তার কাছে পণ্যটির গুণগত মান এবং ব্যবহারকারী কেন পণ্যটি ব্যবহার করবে গুণগত মান সম্পর্কে এফিলিয়েট মার্কেটারকে সঠিক ধারণা দিতে হবে।

প্রিয় পাঠক এফিলিয়েট মার্কেটিং কি? ও এফিলিয়েট মার্কেটিং কাকে বলে এ সম্পর্কে খুব বেশি ব্যবধান নেই বললেই চলে.

এফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের কি বলে?

Affiliate অর্থ হচ্ছে “অধিভুক্ত” Marketing অর্থ হচ্ছে প্রচার করা। তাই এফিলিয়েট মার্কেটিং অর্থ হচ্ছে অধিভুক্ত প্রচারকারী। আপনি নিজ উদ্যোগে নির্দিষ্ট কমিশনের আশায় কোন কোম্পানির পণ্য বা সেবা প্রচার করছেন যাকে এফিলিয়েট মার্কেটিং বলা হয়ে থাকে।

অর্থাৎ কোন কোম্পানির অধিভুক্ত প্রচারকারী হিসেবে যখন আপনি নিজেকে যুক্ত করেন তখন আপনি একজন এফিলিয়েট মার্কেটার। তাই যারা এফিলিয়েট মার্কেটিং করে তাদের এফিলিয়েট মার্কেটার বলে।

এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো?

এতক্ষণে আপনারা নিশ্চয় জেনেছেন এফিলিয়েট মার্কেটিং কি, তাই এখন আপনাদের জানা প্রয়োজন এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য প্রথমে আপনাকে পণ্য সিলেক্ট করতে হবে। আপনি যে পণ্যটি নির্বাচন করবেন ওই পণ্যটির প্রচারণার জন্য আপনাকে সঠিক প্ল্যাটফর্মটি বেছে নিতে হবে।

অনেক কোম্পানি তাদের পণ্য প্রচারের অনুমতি সবাইকে দেয় না, তারা তাদের পণ্য প্রচারের জন্য সঠিক মাধ্যম খুঁজে থাকে। কেননা কোন কোম্পানি চায়না তাদের সাথে যুক্ত হয়ে আপনি মার্কেটিং করতে না পারেন।

এক্ষেত্রে আপনার কাছে এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য যা যা থাকা প্রয়োজন –

  • একটি ব্লগ বা ওয়েবসাইট
  • নিজস্ব অ্যাপ
  • ইউটিউব চ্যানেল

আপনার কাছে যদি উপরোক্ত রিসোর্স গুলির যেকোন একটি থাকে তাহলে আপনি খুব সহজেই যেকোনো ধরনের এপিলেট প্রোগ্রাম এ জয়েন করতে পারেন।

সকল কোম্পানির এফিলেট প্রোগ্রামার হিসেবে অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না, তবে কিছু কিছু কোম্পানির এফিলেট মার্কেটিং করতে আপনাকে অনুমোদনের প্রয়োজন রয়েছে।

তাই আপনি এফিলিয়েট মার্কেটিং সাইটে আপনার অ্যাকাউন্ট খুলুন এবং তাদের নীতিমালা ও বিধিবিধান পড়ুন।

যেমন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংয়ে যুক্ত হয়ে আপনি যদি প্রথম ছয় মাসের মধ্যে দুইটি সেল না করতে পারেন তবে আপনার অ্যাকাউন্ট হারাতে।

Top 10 Affiliate Marketing Site

  1. অ্যামাজন অ্যাসোসিয়েটস
  2. Shopify এফিলিয়েট প্রোগ্রাম
  3. সিজে (CJ) অ্যাফিলিয়েট
  4. Ebayপার্টনার নেটওয়ার্ক
  5. Rakuten বিজ্ঞাপন
  6. ক্লিক Bank
  7. ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম
  8. v কমিশন
  9. শপ Clues
  10. অপ্টিমাইজ এফিলিয়েট

আমাজন এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো

এফিলিয়েট মার্কেটিং কি জানা সম্পন্ন হলে এখন কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে জানা দরকার। Amazon এফিলিয়েট বিশ্বের জনপ্রিয় একটি এফিলিয়েট পার্টনার প্রোগ্রাম। অ্যামাজনে বিশ্বের সবথেকে বেশি প্রোডাক্ট রয়েছে। যে প্রোডাক্টগুলো থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি খুব সহজেই সিলেক্ট করে আপনি আপনার ব্লগে বা ওয়েবসাইটে বা অ্যাপে প্রচার-প্রচারণা করতে পারেন।

আমাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করতে প্রথমে amazon ওয়েবসাইটে পার্টনার হিসেবে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে সাবমিট করলে আপনি এমাজনের এফিলেট মার্কেটার হিসেবে যুক্ত হয়ে যাবেন।

তারপর আপনি অ্যামাজনের পণ্য গুলি আপনার অনুসারীদের সাথে শেয়ার করতে পারবেন খুব সহজেই।

এফিলিয়েট মার্কেটিং থেকে বেশি টাকা ইনকাম করার উপায়

আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স থাকে বা অনুসারী থাকে তবে আপনি খুব সহজেই এফিলিয়েট মার্কেটিং থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনাকে আপনার পণ্য নির্বাচনও বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান সময়ে ফিজিক্যাল পণ্যগুলোর চেয়ে ডিজিটাল ফোনে বেশি পরিমাণে কমিশন দেওয়া হয়ে থাকে।

তাই আপনাকে কম সময়ের মধ্যে এফিলিয়েট মার্কেটিং থেকে বেশি টাকা ইনকাম করার উপায় হচ্ছে সঠিক পণ্য বা সেবাটি নির্বাচন করে তার প্রচার-প্রচারণা সঠিক প্ল্যাটফর্মে করা।

আরও পড়ুনঃ

জিপি মিনিট কেনার কোড

ডিজিটাল মার্কেটিং কি

এফিলিয়েট মার্কেটিং এ যারা অনলাইনে মার্কেটিং করে তাদের কি বলে?

যারা অনলাইনে মার্কেটিং করে তাদের এফিলিয়েট মার্কেটার বলা হয়ে থাকে।

উপসংহার,

এই ব্লগ পোষ্টের মাধ্যমে আপনি এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা আশা করি আপনি যদি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরো জানতে চান তবে অবশ্যই আমাদের একটি কমেন্টের মাধ্যমে জানাবেন।

এফিলিয়েট মার্কেটিং খুবই জনপ্রিয় একটি অনলাইন টাকা ইনকাম করার উপায়, এই উপায়ে আপনি ঘুমিয়ে থাকবেন তথাপিও আপনার এফিলিয়েট একাউন্টে টাকা যুক্ত হতে থাকবে।

জনপ্রিয় কুষাণ আনসার ওয়েবসাইট Quora থেকে আপনি Affiliate Marketing সম্পর্কে জানতে পারেন।

Leave a Comment