ডেবিট ক্রেডিট কি? | What is debit credit?

ডেবিট ক্রেডিট কি এ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে। ডেবিট ও ক্রেডিট কার্ড কি? উভয় কার্ডের মধ্যে পার্থক্য কি এবং ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

মানব জীবনে ব্যাপক পরিবর্তণ এনেছে ব্যাংকিং ব্যবস্থা, সেই পরিবর্তনকে আরো বেশি ত্বরান্বিত করেছে ডেবিট ক্রেডিট কার্ড গুলি। মানুষের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতেই মূলত বিশ্বব্যাপী ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ডেভিড ক্রেডিট কার্ড প্রদান করে থাকে, ফলে মানবজীবনে বিপ্লবিক পরিবর্তন এসেছে এবং দৈনন্দিন কাজগুলি অনেক সহজ হয়েছে।

ডেভিড ও ক্রেডিট কার্ডের মধ্যে অনেকেই পার্থক্য করতে পারেন না, কেননা উভয় কার্ড দেখতে প্রায় একই রকম। তবে ডেভিড ও ক্রেডিট কার্ডগুলোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আপনাদের ডেভিড ক্রেডিট কি নিবন্ধে উভয় কার্ডের মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করা হবে।

ডেবিট ক্রেডিট কি?

ডেবিট ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য
ডেবিট ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য

বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের জন্য প্রদান করা মেশিন রিডেবল কার্ডকে ডেবিট ক্রেডিট বলা হয়ে থাকে। তবে ডেবিট ও ক্রেডিট দুটি ভিন্ন ভিন্ন কার্ড, দুটি কার্ডেই আপনি অনলাইনে অফলাইনে বিভিন্ন পরিষেবা নিতে করতে পারবেন ঘরে বসে।

দুইটি ভিন্ন ভিন্ন পার্থক্যের টাকার কার্ডও আপনি বলতে পারেন ডেবিট ক্রেডিট কার্ডকে।

ডেবিট হচ্ছে আপনার একাউন্টে থাকা টাকা এবং ক্রেডিট হচ্ছে ঋণ নেয়া। সেটা হতে পারে কোন ব্যাংক অথবা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে।

আশা করি আপনি বুঝতে পেরেছেন ডেবিট ক্রেডিট কি এই সম্পর্কে বিস্তারিত।

ডেবিট কার্ড কি? ( What is Debit Card )

ডেবিট কার্ড হল আপনার ব্যাংক একাউন্টের সাথে লিংক করা একটি কার্ড, যে কার্ডে আপনার ব্যাংক একাউন্টে থাকা অর্থ থাকে। এক কথায় বললে ডেবিট কার্ড হলো আপনার ব্যাংক একাউন্টের সাথে লিংক করা একটি পেমেন্ট কার্ড যা ব্যবহার করে আপনি কেনাকাটা করতে পারবেন এবং টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্ট থেকে কেটে নেয়া হবে।

সচরাচর আপনি যখন কোন ব্যাংকে একটি একাউন্ট খুলেন তখন ব্যাংক থেকে যখন আপনাকে এটিএম কার্ড দেওয়া হয় সেই কার্ডটি মূলত একটি ডেবিট কার্ড হয়ে থাকে। যখন আপনি এই কার্ড ব্যবহার করে অনলাইনে অফলাইনে কোন কেনাকাটা করেন তখন সেই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া হয়।

পকেটে টাকা রাখার দিন শেষ গ্রামেগঞ্জে ব্যাংক সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ। তাই ব্যাংক একাউন্ট খুলে আপনি কোন ধরনের লেনদেন না করে একটি ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। ব্যাংক গুলি সাধারণত চার থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে গ্রাহকদের একটি ডেবিট কার্ড প্রদান করে থাকে এবং সেই সাথে একটি শনাক্ত করার নম্বর বা পিন কোড দিয়ে থাকে।

যখনই আপনার কোথাও পেমেন্ট করার প্রয়োজন তখন আপনি আপনার ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন কিন্তু এর জন্য আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে।

আরো পড়ুনঃ

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে 

কি ভাবে টাকা ইনকাম করব ২০২৩ | Online Taka Income Tricks

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পলিসি চেক | National Life Insurance

ডেবিট কার্ডের বৈশিষ্ট্য ও সুবিধা

  • আপনার ব্যাংক একাউন্টে থাকা পূর্ণাঙ্গ টাকা আপনি ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
  • ডেবিট কার্ড থেকে অনলাইন কেনাকাটার পেমেন্ট করলে ব্যাংক আপনার কাছ থেকে কোন বাড়তি চার্জ কাটা হবে না। অর্থাৎ ডেবিট কার্ড থেকে টাকা উত্তোলনে আপনার কাছ থেকে কোন সুদ নিচ্ছে না ব্যাংগুলি।
  • ডেবিট কার্ড ব্যবহারে আপনার একাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের স্টেটমেন্ট আপনি রিয়েল টাইম পাবেন, এতে করে আপনার অর্থ খরচের রিয়েল টাইম আপডেট জানতে পারবে।
  • ডেবিট কার্ড ব্যবহার করে আপনি সরাসরি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করার সুবিধা পাবেন, আপনার ব্যাংক একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে, যখনই প্রয়োজন তখনই আপনি আপনার অর্থ ডেবিট কার্ডের মাধ্যমে তুলতে পারবেন।

ক্রেডিট কার্ড কি? ( What is Credit Card )

ক্রেডিট মানে হচ্ছে ধার নেয়া, তাই ক্রেডিট মানে হচ্ছে আপনি ব্যাংক থেকে টাকা ঋণ নিচ্ছেন। তাহলে মনে প্রশ্নই জাগতে পারে ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড, যে কার্ডের মাধ্যমে ব্যাংক আপনাকে নির্দিষ্ট সীমা পর্যন্ত খরচ করার সুযোগ দিয়ে থাকে। তবে আপনি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে কি পরিমান অর্থ খরচ করতে পারবেন তার একটি লিমিট আপনার ব্যাংক থেকে জেনে নিতে হবে।

মূলত আপনার ব্যাংক হিসাবের ধরন অনুসারে অনেক ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের লিমিট সেট করে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহার করে যখন আপনি কেনাকাটা করবেন তখন আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার ব্যাংক থেকে অর্থ ঋণ নিচ্ছেন, এবং আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতে হবে।

ব্যাংকগুলো মূলত তাদের গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ অফার ক্রেডিট করে থাকে এই কার্ডের মাধ্যমে যাতে করে প্রয়োজনীয় সময়ে কেনাকাটা বিল এবং জরুরী সময়ে তারা ব্যবহার করতে পারে এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করতে পারে।

ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য

  • ব্যাংকের পক্ষ থেকে একাউন্টের ধরন অনুসারে ক্রেডিট কার্ডের একটি পুনঃনির্ধারিত সীমা থাকে।
  • আপনি কি পরিমান ক্রেডিট নিতে চান বা সর্বাধিক কি পরিমাণ ক্রেডিট আপনি পাবেন তা আপনাকে ব্যাংকের কাছ থেকে জেনে নিতে হবে।
  • ক্রেডিট কার্ড থেকে নেয়া লোন আপনাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ করতে হবে, অন্যথায় আপনার কাছ থেকে বাড়তি চার্জ করা হবে।
  • অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনাকে সেই কার্ডের বিপরীতে মুনাফা প্রদান করতে হবে আপনার ব্যাংকে।
  • আপনি একটি ক্রেডিট কার্ড ব্যবহারে ইতিবাচক ফলাফল দেখাতে পারলে ভবিষ্যতে আপনি ব্যাংক থেকে আরও বেশি ঋণ বা ক্রেডিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • অনেক ব্যাংক তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে উৎসাহ প্রদান করতে থাকে। তাই আপনি যদি আপনার পছন্দের প্রোগ্রাম, ভ্রমণ, অনলাইন কেনাকাটা, ক্যাশব্যাক সুবিধা পেতে চান তাহলে ক্রেডিট কার্ড আপনাকে সেই সুবিধার দিতে পারে।

আরও পড়ুনঃ

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড

SEO কি?। এসইও কিভাবে করে

Best 11 Online Taka Income

ডেবিট ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য

ডেবিট কার্ডক্রেডিট কার্ড
নিজের টাকা নিজে ব্যবহার করবেনব্যাংক থেকে লোন নিয়ে ব্যবহার করবেন
টাকা পরিশোধের ঝামেলা নেইসময় মত টাকা পরিশোধ করতে হবে
বাড়তি চার্জ নেইসময় মত টাকা পরিশোধ না করলে ফ্রি দিতে হবে
ডেবিট কার্ডে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা নেইক্রেডিট কার্ডে বিভিন্ন সময় ক্যাশব্যাক অফার দেয়া হয়
একাউন্টে থাকা সম্পূর্ণ টাকা আপনি ব্যবহার করতে পারবেনক্রেডিট কার্ডে নির্দিষ্ট লিমিট রয়েছে
ডেবিট ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য

ডেবিট ও ক্রেডিট কার্ড কি?

উপরোক্ত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডেভিড ক্রেডিট কি? এবং এই কার্ডগুলো কিভাবে কাজ করে। ডেবিট ও ক্রেডিট কার্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার পর এখন আপনাদের সামারি আকারে ডেবিট ও ক্রেডিট কার্ড কি? এ সম্পর্কে বলা যায়।

ডেবিট কার্ড হলো আপনার ব্যাংকে থাকা টাকা এটিএম থেকে অথবা যে কোন উপায় ব্যবহারের একটি কার্ড পক্ষান্তরে ক্রেডিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা ব্যবহার করে আপনি অনলাইনে বিভিন্ন সেবা ও পণ্য ক্রয় করতে পারবেন।

মূলত ডেবিট কার্ডে আপনি আপনার নিজ টাকা ব্যবহার করেন পক্ষান্তরে ক্রেডিট কার্ড থেকে প্রদান করা আপনার লোন, যা পরবর্তীতে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

ডেবিট কার্ড খরচ

ডেবিট কার্ড ব্যবহারে কোন খরচ নেই? কেননা আপনি নিজ একাউন্টের টাকা ব্যবহার করছেন।

ক্রেডিট কার্ড খরচ

ক্রেডিট কার্ড ব্যবহারে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয় ব্যাংকে, এছাড়াও সময়মতো ক্রেডিট কার্ড বিল পরিশোধ না করলে আপনাকে বাড়তি ফি দিতে হবে।

তাই ক্রেডিট কার্ড ব্যবহারে সর্বদা সতর্ক থাকুন, কেননা ক্রেডিট কার্ডের ইনস্টলমেন্ট পরবর্তীতে দেওয়ার সুবিধা থাকায় অনেকেই অপরিকল্পিত খরচ করে সমস্যায় পড়েন।

ডেবিট ক্রেডিট কি? এ সম্পর্কে আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোন টপিকে আলোচনা হবে আপনাদের সাথে।

Also Read:

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পলিসি চেক | National Life Insurance

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কি? | Diploma in Midwifery

লাইফ ইন্সুরেন্স এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার উপায়

ডেবিট ক্রেডিট কি FAQS

ডেবিট ক্রেডিট কি?

ডেবিট ক্রেডিট কি হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন কার্ড, যেগুলো কোন ব্যাংক অথবা আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের প্রদান করা হয়ে থাকে।

ডেবিট কার্ড কি?

যে কার্ডের মাধ্যমে আপনি আপনার নিজ ব্যাংক একাউন্টের টাকা ব্যবহার করতে পারেন তাকে ডেবিট কার্ড বলা হয়ে থাকে।

ক্রেডিট কার্ড কি?

যে কার্ডের মাধ্যমে ব্যাংক আপনাকে লোন দিয়ে থাকে সেই কার্ডকে ক্রেডিট কার্ড বলা হয়ে থাকে।

উপসংহার,

আশা করি আপনি বুঝতে পেরেছেন ডেবিট ক্রেডিট কি এই সম্পর্কে। এখনো ডেবিট ক্রেডিট কি এই বিষয়ে আপনার বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

ইন্টারনেটে আপনি ডেবিট ক্রেডিট কি এই সম্পর্কে অনেক নিবন্ধ খুঁজে পাবেন তবে আমরা আপনাদের সবচেয়ে সহজ ভাষায় ডেবিট কি ও ক্রেডিট কি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।

এছাড়াও এই নিবন্ধে ক্রেডিট কার্ড কি? ডেবিট কার্ড কি এ সম্পর্কে জানানো হয়েছে। সেই সাথে ক্রেডিটোর ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য গুলো স্মরণীয় আকারে তৈরি করে আপনাদের বুঝানো হয়েছে।

এখনো What is debit credit? সম্পর্কে আপনার আরো জানা থাকলে আমাদের কমেন্ট করুন। অনলাইন থেকে সঠিক তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

Leave a Comment