Digital Marketing Ki Bangla | ডিজিটাল মার্কেটিং এর কাজ কি

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর প্রসার ঘটছে খুব দ্রুত। ভাই আপনারও জানা প্রয়োজন Digital Marketing Ki Bangla ভাষায়। বর্তমান সময়ে প্রায় প্রতিটি কোম্পানি তার পরিষেবা এবং পণ্যের প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং পদ্ধতি ব্যবহার করছে।

ডিজিটাল মার্কেটিং হলো ব্যবসাকে ছড়িয়ে দেওয়া এবং ব্র্যান্ডের মান বাড়ানোর একটি আধুনিক উপায়, তাই আজ প্রতিটি কোম্পানি তাদের ব্যবসার নামে তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও অ্যাপ তৈরি করে থাকে।

যখন কোন কোম্পানি কোন নতুন ব্যবসা বা একটি নতুন পণ্য চালু করে তখন ঐ কোম্পানিটির তার পণ্যের মার্কেটিং সফল করা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য অবশ্যই কোম্পানিকে ডিজিটাল মার্কেটিং এর সাহায্য নিতে হবে, কেননা Digital Marketing মানুষের কাছে পৌঁছানোর একমাত্র দ্রুত ও সহজ উপায়।

Digital Marketing এর উৎপত্তি?

যুগ যুগ ধরেই পণ্যের মার্কেটিং চলে আসছে, তবে পাল্টেছে মার্কেটিং পদ্ধতি। এক সময় কোম্পানিগুলো তাদের পণ্যের মার্কেটিং এর জন্য বাজারে বাজারে গিয়ে পাবলিসিটি বা বিজ্ঞাপন প্রচার করত। পরবর্তীতে মার্কেটিংয়ের জন্য কোম্পানিগুলির বেছে নেয় টিভি, সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও, পোস্টার এবং ব্যানারের মতো সংস্থান ব্যবহার।

এমনকি পূর্বের সময়ে অনেক কোম্পানি তাদের পণ্য সম্পর্কে জানাতে লোকেদের দ্বারে দ্বারে যেত। কিন্তু এখন সময়ের সাথে সাথে মার্কেটিং পদ্ধতিতে পরিবর্তন এসেছে। লোকেদের কাছে সময় খুব কম এবং কোম্পানিও দ্রুত সময়ে তার গ্রাহকদের কাছে পৌঁছাতে চায়। তাই এখন ইন্টারনেট বিশ্বের সবচেয়ে বড় মার্কেটিং প্লেস হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোট কোম্পানিও এখন মার্কেটিং করে থাকে, যাকে বলে ডিজিটাল মার্কেটিং।

বর্তমান সময়ে বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি ইন্টারনেট ব্যবহার করে এবং যতই দিন যাচ্ছে এই সংখ্যা ক্রমানুসারে বাড়ছে। এই কারণেই Digital Marketing সেক্টর খুব দ্রুত প্রসারিত হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশেও ডিজিটাল মার্কেটিং দ্রুতগরিতে অগ্রসর হচ্ছে। ইন্টারনেট ডাটা সস্তা হওয়ার সাথে সাথেই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি এখন ইন্টারনেট ব্যবহার করছে। যখন বাংলাদেশের জনসংখ্যার শতভাগ ইন্টারনেট ব্যবহারের আওতায় আসবে তখন Digital Marketing আরো প্রসারতা পাবে।

তো বন্ধুরা, চলুন জেনে নেয়া যাক Digital Marketing Ki Bangla (ডিজিটাল মার্কেটিং কি) এবং কিভাবে ডিজিটাল বা Online Marketing শুরু করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য যেনে নেই। যারা অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান তাদের এই পোস্টটি ভালোভাবে পড়া উচিত।

Digital Marketing Ki Bangla – ডিজিটাল মার্কেটিং কি

Digital Marketing Ki Bangla - ডিজিটাল মার্কেটিং কি
Digital Marketing Ki Bangla – ডিজিটাল মার্কেটিং কি

Digital Marketing দুটি শব্দ নিয়ে গঠিতঃ Digital মানে হল ইন্টারনেট দুনিয়া এবং Marketing মানে হলো মার্কেট (পণ্যের পরিচিতির জায়গা), তাই বলা যায় ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট মার্কেট। আরো সহজ ভাষায় বলে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিং, কেননা অনলাইনে কোন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।

বিশ্ব বিখ্যাত তথ্য ভান্ডার উইকিপিডিয়া তথ্য অনুসারে, আমরা যে পরিষেবা বা পণ্য বিক্রি করার জন্য ইন্টারনেট এবং অন্যান্য মাধ্যমগুলির মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য সম্পর্কে লোক এদের জানিয়ে থাকি তাকে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বলা হয়।

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?

Digital Marketing বা Online Marketing করার হাজার হাজার উপায় আছে যা সময়ের সাথে সাথে বাড়ছে। পূর্বে ব্যবহৃত Offline Marketing এর তুলনায় আধুনিক Online Marketing এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

অফলাইন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে পণ্যের প্রচারণা চালাতে প্রচুর অর্থ ও জনবল প্রয়োজন হত। পক্ষান্তরে Digital Marketing ব্যবহার করে আপনি আপনার পণ্যটি লক্ষ্য দর্শকদের কাছে প্রচার করতে পারেন স্বল্প সময়ে এবং দ্রুত, এক্ষেত্রে আপনার জনবলের কথা চিন্তা করতে হবে না। এছাড়াও Digital Marketing হল স্বল্প খরচে আপনার পণ্য সঠিক মানুষের কাছে পৌঁছানোর একটি খুব দ্রুত উপায়।

বিশ্বে Internet ব্যবহার এতটাই বেড়েছে এক জরিপে দেখা যায় প্রতিদিন একজন ইন্টারনেট ব্যবহারকারী গড়ে প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা ইন্টারনেটে সময় ব্যয় করে। এজন্য বড় থেকে ছোট সকল কোম্পানী গুলোর Digital Marketing করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। জন্য ইন্টারনেট সবচেয়ে বড় Market Place হয়ে উঠেছে।

তাই বড় বড় কোম্পানিগুলো নিয়মিত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে Digital Marketing এর মাধ্যমে তাদের প্রচার ও প্রসারের লক্ষ্যে। ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপকতা আরো বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

তাই আপনি যদি Digital Marketing Ki Bangla ভাষায় জানতে ও শিখতে চান তবে অবশ্যই এখনি শুরু করুন।

Digital Marketing কেন প্রয়োজন

দেরিতে হলেও বাংলাদেশের কোম্পানিগুলো এবং ইন্টারনেট ব্যবহারকারীরা Digital Marketing এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব বুঝতে পেরেছে। এ জন্য কোম্পানিগুলো আলাদা আলাদা ভাবে ডিজিটাল মার্কেটিং এবং অফলাইন মার্কেটিং এর জন্য তাদের বাজেট তৈরি করছে।

অফলাইন মার্কেটিং খুবই ব্যয়বহুল তথাপিও ডিজিটাল মার্কেটের পাশাপাশি ফিজিক্যাল পণ্যগুলোর জন্য কোম্পানি অফলাইন মার্কেটিং করছে। যদিও বর্তমানে অনলাইন মার্কেটিং (Digital Marketing) সস্তা হওয়ার পাশাপাশি লাভজনক বলে প্রমাণিত হয়।

তাহলে চলুন জেনে নেয়া যাক Digital Marketing Ki Bangla এবং ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ কি কি।

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব

ডিজিটাল মার্কেটিং হচ্ছে পণ্য প্রচার করার একটি সহজ এবং দ্রুত উপায়, তাই আধুনিক বিশ্বে ব্যবসায়ীদের জন্য Digital Marketing খুবই গুরুত্বপূর্ণ। Digital Marketing ও Offline Marketing মধ্যে পার্থক্য গুলোই আপনাকে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বুঝতে সাহায্য করবে।

  1. Online মার্কেটিং Offline মার্কেটিং এর চেয়ে সস্তা।
  2. Digital Marketing ব্যবসায়ীদের অফলাইন মার্কেটিং এর চেয়ে ভাল ফলাফল দেয়।
  3. ডিজিটাল মার্কেটিং টার্গেট অডিয়েন্স (কাঙ্খিত ব্যক্তি যার পণ্যটি প্রয়োজন) এর কাছে পৌঁছানোর জন্য এটি সর্বোত্তম উপায়।
  4. Digital Marketing এর মাধ্যমে আপনি আপনার পরিষেবা এবং পণ্য প্রচারের জন্য ইন্টারনেটে অনেক উপায় রয়েছে।
  5. কোম্পানির ব্র্যান্ডিং মান বাড়ায় ডিজিটাল মার্কেটিং, যা একটি কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  6. এই উপায়ে আপনি দেশ ও দেশের বাইরে সমগ্র বিশ্বব্যাপী আপনার পণ্যের প্রচার করতে পারেন।
  7. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি পণ্যের প্রচারের পাশাপাশি পণ্যটি অনলাইনে বিক্রি করতে পারেন।

কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন? – How to start digital marketing

ডিজিটাল মার্কেটিং শুরু করার অনেকগুলো উপায় রয়েছে? ইন্টারনেটে যেসকল উপায়ে কোন পণ্য সম্পর্কে টার্গেটেড অডিয়েন্স পর্যন্ত প্রচার করার সকল উপায়গুলোকেই ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল বলা হয়ে থাকে।

তাই Digital Marketing ki Bangla পোস্টের এই পর্যায়ে আপনাদের কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন এই সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেয়া যাক।

Blogging – ব্লগিং

Digital Marketing এর প্রথম পদক্ষেপ নেওয়ার একটি ভাল উপায় হচ্ছে ব্লগিং। একটি ফ্রি ব্লগ তৈরি করার মাধ্যমেও ডিজিটাল মার্কেটিং করা যায়।

বর্তমান ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় পরিচিত এমন অনেকেই তাদের ব্লগিং ক্যারিয়ার থেকে নিয়ে Digital Marketing এ প্রবেশ করেছেন এবং নিজেদের ডিজিটাল মার্কেটের বিশেষজ্ঞ হয়েছেন। মনে রাখবেন ব্লগিং করে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং শিখাতে পারবেন।

Digital Marketing Ki Bangla ভাষায় জানার পর, আপনাকে ব্লগিং সম্পর্কেও জানা জরুরী।

এসিও (SEO) – Search Engine Optimization

Search Engine ছাড়া বর্তমান বিশ্ব অচল, যদিও বর্তমানে সার্চ ইঞ্জিনের অনেক প্রতিদ্বন্দ্বী এসেছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর বা গ্রাহক নিয়ে আসতে পারেন।

আপনি কি জানেন বর্তমানে ডিজিটাল মার্কেটিং সেক্টরের অন্যতম একটি কাজ হচ্ছে SEO, এই এসইও এর জন্য কোম্পানিগুলো প্রচুর অর্থ ব্যয় করে, যাতে করে তাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে প্রথমে প্রদর্শিত হয়। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে SEO বিষয়ে অনেক কাজ পাওয়া যায়।

কেননা প্রতিটি কোম্পানি নিজেদের ওয়েবসাইটের Search Engine Optimization করাতে ইচ্ছুক, এবং কোম্পানিগুলো SEO করার জন্য পার্মানেন্ট বেতনে চাকরি দিয়ে থাকে। Digital Marketing Ki Bangla ভাষায় জানার পর আপনিও এসইও শিখা শুরু করতে পারেন।

YouTube channel – ইউটিউব চ্যানেল

আপনি হয়তো ভাবছেন Digital Marketing Ki Bangla নিবন্ধে YouTube channel সম্পর্কে কেন বলা হচ্ছে। আপনি জেনে আশ্চার্য হবেন যে ইউটিউব বর্তমান সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম search engine, গুগলের পর যেখানে সবচেয়ে বেশি ট্রাফিক রয়েছে সেটি হচ্ছে YouTube.

বর্তমান সময়ে লোকেরা অনেক বেশি Video দেখে থাকে, তার বেশিরভাগই দেখা হয় YouTube য়ে, তাই কোম্পানিগুলো তাদের পণ্যের প্রচারের জন্য ভিডিওর মাধ্যমে ব্যবহার করছে। অনেক কোম্পানি তাদের পণ্যের Marketing করানোর জন্য YouTube channel চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রমোশন করিয়ে থাকে।

আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব তবে আপনার জন্য Digital Marketing করা অনেক সহজ, আপনি নিজের পণ্য অথবা যে কোন কোম্পানির পণ্য খুব সহজেই নিজ YouTube channel এ ভিডিওর মাধ্যমে লোকেদের কাছে পৌঁছে দিতে পারেন।

এজন্য কোম্পানিগুলো কন্টেন্ট ক্রিকেটারদের প্রচুর অর্থ প্রদান করে থাকে। কোম্পানিগুলো তাদের পণ্যের প্রচারের জন্য একটি ভিডিও তৈরি করতে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। YouTube একটি free প্ল্যাটফর্ম যা আপনি ব্যবহার করতে পারেন আপনার Digital Marketing ক্যারিয়ার শুরু করতে।

Social Media Marketing

বর্তমান সময়ে ব্লগের মাধ্যমে মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিংয় এর চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কেননা google ও ইউটিউব এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে লোকেরা প্রচুর সময় ব্যয় করছে।

তাই Digital Marketing এর জনপ্রিয় একটি অংশ হয়ে উঠেছে Social Media Marketing, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে খুব দ্রুত এবং সবচেয়ে সহজে কাঙ্খিত কাস্টমার পর্যন্ত পণ্যের প্রচারণা চালানো যায়। তাই কোম্পানিগুলো তাদের পণ্যের প্রচারের জন্য Social Media Marketing ব্যবহার করছে।

আপনি নিশ্চয়ই Linkin, ফেসবুক, টুইটার, Qura, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় অনেক কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন, এই বিজ্ঞাপন গুলো কোম্পানিগুলোর Digital Marketing এর অংশ। এভাবেই কোম্পানিগুলো Social Media ব্যবহার করে Digital Marketing করে থাকে।

Affiliate marketing – এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং Digital Marketing এর সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত, কোম্পানিগুলো এফিলিয়েট মার্কেটারদের বিশেষ ছাড় দিয়ে থাকে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য।

এফিলিয়েট মার্কেটিং Blog, YouTube channel, Social Media ব্যবহার করে করা যায়। আপনি যদি অনলাইনে এই মাধ্যমগুলোতে আকক্টিভ থাকেন তবে আপনি খুব সহজেই Affiliate marketing করতে পারবেন।

Email marketing – ইমেইল মার্কেটিং

Digital Marketing Ki Bangla ভাষায় জানতে যারা এখন পর্যন্ত নিবন্ধনটি পড়ছেন তাদেরকে বলছি, Email marketing খুবই পুরনো একটি মার্কেটিং করার পদ্ধতি। এই পদ্ধতিতে কোম্পানি তার পণ্য এবং পরিষেবা সম্পর্কে গ্রাহকদের ইমেল এর মাধ্যমে জানিয়ে থাকে।

Google AdWords – গুগল এডওয়ার্ড

আপনি কি জানেন google এর মধ্যে আপনি যেই বিজ্ঞাপন গুলো দেখছেন সেগুলোর বেশিরভাগই Google AdWords দ্বারা পরিচালিত হয়। Google AdWords হলো গুগলের একটি ads নেটওয়ার্ক, এই অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে কোম্পানিগুলো তাদের পণ্য ও পরিষেবা সম্পর্কে লোকেদের জানিয়ে থাকে।

Google AdWords ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করতে আপনাকে টাকা প্রদান করতে হবে। দৈনিক সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে Google AdWords ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করা যায় এবং দ্রুতই কাঙ্খিত দর্শকের কাছে পৌঁছানো যায় পণ্য ও সেবা সম্পর্কে।

আপনি নিশ্চয়ই আপনার ইন্টারনেটে প্রচুর বিজ্ঞাপন দেখেছেন, আপনি কি জানেন যে এই বিজ্ঞাপনগুলির বেশিরভাগই গুগল দ্বারা দেখানো হয়। গুগল অ্যাডওয়ার্ডসের সাহায্যে আপনি এখন আপনার পণ্যের বিজ্ঞাপন করতে পারেন।

আপনি Google AdWords এর মাধ্যমে আপনার চাহিদা অনুসারে বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন প্রচার করতে পারেন। Digital Marketing এর জন্য Google AdWords সঠিক ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ, google অ্যাডওয়ার্ডে যে ধরনের বিজ্ঞাপন গুলো বিজ্ঞাপন প্রদর্শন করা হয় সেগুলো হচ্ছে –

  • Display advertising
  • Text বিজ্ঞাপন
  • ছবি বিজ্ঞাপন
  • জিআইএফ ইমেজ বিজ্ঞাপন
  • ভিডিও বিজ্ঞাপন
  • Text and image ads
  • কনটেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাড
  • Sponsored search ads ইত্যাদি

Apps Marketing

আপনি নিশ্চয়ই google প্লে স্টোর সম্পর্কে জানেন, বর্তমানে সমস্ত বড় বড় ওয়েবসাইট গুলো এবং কোম্পানির নিজস্ব অ্যাপস রয়েছে। কেননা ডিজিটাল বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে সেই অনুপাতে অ্যাপ ব্যবহারকারী সংখ্যাও বাড়ছে।

তাই Digital Marketing এর আরো একটি নতুন ক্ষেত্র Apps Marketing ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তাই বাংলা ভাষায় Digital Marketing Ki Bangla জানার পর আপনারাও উচিত অ্যাপ মার্কেটিং সম্পর্কে জ্ঞান অর্জন করা।

Digital Marketing kivbe Sikhbo – ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

প্রিয় পাঠক Digital Marketing Ki Bangla বাংলা পোস্টে আমরা ডিজিটাল মারকেটিং এর যেসকল পদ্ধতি রয়েছে সকল পদ্ধতিগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছি। আপনি যদি নিজে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় খুজেন তবে আপনাকে উপরে উল্লেখিত বিষয়গুলোতে রিচার্জ করা প্রয়োজন।

এছাড়াও বাংলাদেশে অনেক ডিজিটাল মার্কেটিং কোর্স বিক্রেতা তাদের বিজ্ঞাপন প্রচার করছে। Digital Marketing শেখার জন্য কখনোই তড়িঘড়ি করে ডিজিটাল মার্কেটিং কোর্স ক্রয় করিবেন না।

ডিজিটাল মার্কেটিং কোর্স pdf, ডিজিটাল মার্কেটিং কোর্স ফুল গাইডলাইন এ টু জেড লক্ষ টাকা ইনকাম করার সুযোগ দেখিয়ে অনেকেই আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। এর জন্য আপনাকে সঠিকভাবে নিজেকে তৈরি করতে হবে ইউটিউব ও গুগলে থাকা তথ্য দিয়ে।

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়

আমরা Digital Marketing Ki Bangla নিবন্ধে ডিজিটাল মার্কেটের কৌশল গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। উল্লেখিত বিষয়গুলোই ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, আপনি চাইলে youtube ও google থেকে এ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং শেখানো হয় এসইও, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

Digital Marketing কত প্রকার জানতে চান তাদের জন্য বলছি Digital Marketing সেক্টরের প্রশস্ততা অনেক, আপনি ইন্টারনেটে লোকেরা সময় ব্যয় করে এমন যতগুলো প্ল্যাটফর্ম দেখছেন এই সকল প্লাটফর্ম গুলোতেই Digital Marketing করা সম্ভব।

কেননা একমাত্র ডিজিটাল মার্কেটিং এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে দ্রুত এবং স্বল্প সময়ে কাঙ্ক্ষিত মানুষের কাছে কাঙ্খিত পণ্যটি সম্পর্কে মেসেজ পাঠানো যায়। এটাই ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। তাই Digital Marketing Ki Bangla ভাষায় জানা আপনার ব্যবসার জন্য জরুরী।

শেষ কথা,

আশা করি ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আপনি। Digital Marketing Ki Bangla ভাষায় সহজে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি।

Digital Marketing Ki Bangla ভাষায় আপনার আরো কিছু জানার থাকে তবে অবশ্যই আমাদের একটি কমেন্টের মাধ্যমে জানান। ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হয়েছে।

আপনি যদি Digital Marketing শিখতে ইচ্ছুক হন তবে অবশ্যই প্রথমে গুগল ও ইউটিউবের সাহায্য নিবেন। তারপর যদি আপনার কোন পেইড কোর্স করার প্রয়োজন পড়ে তবেই সঠিক মেন্টরের শরণাপন্ন হবেন।

Leave a Comment