How To Check Banglalink Number | বাংলালিংক সিম নম্বর চেক

How To Check Banglalink Number বিষয়ে আজকে আপনাদের জানাবো। Banglalink বাংলাদেশের জনপ্রিয় একটি টেলিকম অপারেটর, এই অপারেটরে দুর্দান্ত সব কলরেট, মিনিট অফার ও ইন্টারনেট অফার পেয়ে থাকে গ্রাহকরা। যে সকল Banglalink গ্রাহকরা নিজের SIM Number ভুলে যান, বা যে সকল নতুন বাংলালিংক সিম ব্যবহারকারী জানেন না কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করা যায় তাদের জন্যই আজকের এই পোস্টটি সাজানো হয়েছে।

বর্তমানে একাধিক উপায়ে বাংলালিংক সিম নম্বর চেক করা যায়। এই নিবন্ধে আমরা আপনাদের Banglalink Number check করার সকল উপায়গুলো জানিয়ে দেব।

যেখানে আপনি জানতে পারবেন বাংলালিংক সিম নাম্বার চেক করার কোড কত এবং কোড ছাড়া কিভাবে সহজে বাংলালিংক নাম্বার চেক করা যায় এমন উপায়সমূহ সম্পর্কে।

How To Check Banglalink Number? Banglalink Number Check Code

Banglalink Number Check code is *511# OR *121#. To check your Banglalink SIM Number dial *511#, Your Banglalink SIM number will be display will show on your mobile screen.

Other new Banglalink SIM number check code is *121#, usually this code is given to banglalink sim users to purchase minutes internet call rate and other packages. But if you are not able to check Banglalink number by using Banglalink SIM number check code *511# then you can use the code *121#.

বাংলালিংক অফার চেক কোড *১২১# ডায়াল করে আপনি খুব সহজেই banglalink সিম নম্বর চেক করতে পারবেন।

আপনার বাংলালিংক সিম নম্বর চেক করার জন্য আপনার সচল বাংলালিংক সিম থেকে *৫১১# ডায়াল করুন, আপনার বাংলালিংক সিম নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে প্রদর্শিত হবে।

Banglalink SIM Number Check code

Banglalink CodeUSSD
Banglalink Number Check Code*511#
Banglalink Number and offer Check code *121#
Easy Banglalink SIM Number Check withMyBL APP
Banglalink SIM Number check

Banglalink Number Check with My Banglalink App

আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাংলালিংক নাম্বার চেক করার জন্য banglalink app ব্যবহার করবেন।

অবশ্য এজন্য আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ব্যালেন্স থাকতে হবে। তাই প্রথমে আপনার মোবাইলে My Banglalink app (MyBL APP) ডাউনলোড করুন এবং ইন্সটল করে নিন। মাই বাংলালিংক অ্যাপসটি ইন্সটল পরবর্তী আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে অ্যাপে লগইন করুন।

মাই বাংলালিংক অ্যাপ লগইন করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইল স্ক্রিনে banglalink নাম্বারটি দেখতে পাবেন, এভাবেই খুব সহজেই Banglalink Number Check Code ব্যবহার করা ছাড়া আপনি আপনার বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন।

That it for How To Check Banglalink Number? So Please dial *511# to check your Check Banglalink Number.

আরও পড়ুনঃ

বাংলালিংক নাম্বার চেক করার কোড কত?

Airtel Bundle Offer 30 Days 2023

Why Banglalink Number are not showing?

অনেক ক্ষেত্রেই বাংলালিংক গ্রাহকরা Banglalink sim Number check code *511# ব্যবহার করে নিজেদের বাংলালিংক নাম্বার দেখতে পারেন না।

তাই অনেকের মনে প্রশ্ন জাগে কেন আমার বাংলালিংক সিম নম্বর আমি দেখতে পারছি না।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যদি আপনার বাংলালিংক সিমটি সচল না থাকে তাহলে আপনি কোন পদ্ধতি ব্যবহার করেই আপনার বাংলালিংক নম্বর দেখতে পারবেন না।

বিভিন্ন কারণে banglalink সিম বন্ধ হতে পারে, অন্যতম প্রধান কারণ হচ্ছে যদি আপনি নিয়মিত সিমটি ব্যবহার না করেন।

একটানা নিয়মিত ১৮০ দিন বাংলালিংক সিম ব্যবহার না করলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অথরিটি বিটিআরসির নিয়ম অনুসারে আপনার সিমটি বন্ধ করে দেয়া হবে।

তাই আপনাকে Banglalink sim number check করে বাংলালিংক নাম্বার পেতে অবশ্যই নিয়মিত সিমটি ব্যবহার করতে হবে।

সহজে বাংলালিংক নাম্বার সিম চেক করার উপায়

বাংলালিংক নম্বর চেক কোড হলো *৫১১#, তবে এই কোড ব্যবহার করে যদি আপনি বাংলালিংক সিম দেওয়া নম্বর দেখতে না পারেন তাহলে আপনি বাংলালিংক অফার চেক কোড *১২১# ডায়াল করে বাংলালিংক সিমের নম্বর দেখতে পারেন।

তবে আপনি যদি অ্যাপ থেকে বাংলালিংক নাম্বার চেক করতে চান তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে সেই সাথে আপনার কাছে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

তাই বাটন মোবাইলে বাংলালিংক নম্বর চেক কোড *৫১১# ডায়াল করে যে কোন প্রকার মোবাইল থেকে আপনি বাংলালিংক সিম নাম্বার চেক করতে পারেন।

আরও পড়ুনঃ

আজকের রবি ইন্টারনেট অফার ২০২৩

All Robi Minute Pack 30 Days 

রবি লোন নেওয়ার কোড

How To Check Banglalink Number?

To Check Banglalink Number Dial *511#.

Banglalink SIM Number Check Code?

Banglalink SIM Number Check Code is *511# OR *121#

কিভাবে বাংলালিংক সিম নাম্বার চেক করব?

বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য আপনার নম্বর থেকে *৫১১# ডায়াল করুন, ব্যবহার করা বাংলালিংক নম্বরটি সচল থাকলে মোবাইল স্ক্রিনে নাম্বারটি প্রদর্শিতা হবে।

বাংলালিংক নম্বর দেখার কোড কত?

বাংলালিংক নম্বর দেখার কোড হলো *৫১১# এবং *১২১#।

Inconclusion,

How To Check Banglalink Number? Quotations answer are here. If you check your Banglalink Number use USSD Code. In this post we are provide 3 system to check Banglalink SIM Number.

প্রিয় পাঠক বাংলালিংক সিম নম্বর চেক করার জন্য আমাদের দেখানো পদ্ধতি গুলোর যেকোনো একটি ব্যবহার করুন এবং খুব সহজেই আপনার বাংলালিংক নাম্বারটি দেখুন।

আরও পড়ুনঃ

Banglalink Bundle Offer 30 Days

বাংলালিংক রিচার্জ অফার ২০২৩ 

বাংলালিংক বাংলাদেশের জনপ্রিয় একটি টেলিকম অপারেটর এই অপারেটরে আপনি চমৎকার সব ইন্টারনেট অফার খুজে পাবেন।

সেইসাথে বর্তমানে Banglalink SIM খুবই স্বল্প মূল্যে গ্রাহকদের প্রদান করা হচ্ছে। নতুন বাংলালিংক নামে বিশেষ অফার রয়েছে গ্রাহকদের জন্য।

এছাড়াও বর্তমানে বাংলালিংক সিমে প্রচুর পরিমাণে বান্ডেল অফার প্রদান করা হচ্ছে, যে অফারগুলোতে গ্রাহকদের একসাথে মিলিত ইন্টারনেট প্রদান করা হচ্ছে।

Leave a Comment