আনপ্রেডিক্টেবল পাকিস্তান! নিউজিল্যান্ডকে হারিয়ে বেঁছে আছে পাকিস্তানের সেমির স্বপ্ন

কেন পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল টিম বলা হয় তা আজ আরো একবার প্রমাণিত হলো। বেঞ্চে বসিয়ে রাখা ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে কেননা নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

৪০২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই।

তবে টানা ৩ ম্যাচ হারা কিউইরা মোটেও ছাড় দেবে না। এই ম্যাচ হারলে তাদের সেমি ফাইনালে উঠার কঠিন হয়ে যাবে। পক্ষান্তরে ৭ ম্যাচে ৩ জয় এখনো নিজেদের সেমিফাইনালের আসা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান, সেক্ষেত্রে পাকিস্তানেরও জয়ের বিকল্প নেই আজ।

বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টর্জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

৬৮ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় নিউজিল্যান্ড, রাচিন রবীন্দ্র সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের ৯৫ রান, ২য় উইকেটে এই দুজন করেছেন ১৮০ রানের পার্টনারশিপ! আর শেষ দিকে মিচেল-ফিলিপসদের ঝড়ো ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের ৪০১ রানের পাহাড়!

এই ৪০২ রানের টার্গেট তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে! তবে আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের দুই ওপেনার ভালো শুরু দিতে পারলেন না, ৬ রানেই প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের, তবে বাবর আজম ও ফখর জামান দায়িত্ব নিয়ে দলের স্কোর দ্রুত বাড়াতে থাকেন।

প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৫ রান, ১৪ তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাকিয়ে ৩৮ বলে ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করেন ফখর জামান।

১৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৬ রান, ফিফটি পূর্ণ করার পর আরো বেশি বিধ্বংসী ব্যাটিং করা শুরু করেন ফখর জামান, ৩৮ বলে ৫০ করা ফখর জামান ৬৩ বলে ব্যক্তিগত শতরান তুলে নেন।

অর্থাৎ ফখর জামান দ্বিতীয় ফিফটি করেন মাত্র ২৫ বলে ফলে ২১.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৬০ রান, তখনই বৃষ্টি নামে ব্যাঙ্গালোরোতে।

বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দেওয়া হলেও বৃষ্টি আইন অনুসারে পাকিস্তান ১০ রানে এগিয়েছিল অর্থাৎ যদি পুনরায় খেলা শুরু না হয় তাহলেও পাকিস্তান জয় পাবে এই ম্যাচে।

তবে ঠিক এক ঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে, পাকিস্তানে নতুন টার্গেট ৪১ ওভারে ৩৪২ রান, ফখর জামানকে যোগ্য সঙ্গ দিয়ে ৫১ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেম বাবর আজম।

২৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৯৯ রান। তবে ২৬ তম ওভারে আবারো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

২৫.৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২০০ রান। বৃষ্টি আইনে বা ডিএলএস মেথড অনুসারে পাকিস্তান ২১ রানে এগিয়ে। বৃষ্টির কারণে আর খেলার শুরু করা সম্ভব হয়নি, হলে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে পাকিস্তানের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকলো, তবে এখনো পাকিস্তানের আরও একটি ম্যাচ বাকি আছে ইংল্যান্ডের বিপক্ষে।

সেই ম্যাচে জয় পেলেও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত নয়, কেননা অন্য দলগুলোর ম্যাচের ফলাফলও প্রভাব ফেলবে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া না যাওয়ার ব্যাপারে।

তবে ৪০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ ওভারে একই কার্ড হারিয়ে ২০০ রান সংগ্রহ করে পাকিস্তান আবারো প্রমাণ করলো কেন পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল টিম বলা হয়।

নিজেদের দিনে পাকিস্তান যে কোন ম্যাচ জয়ের ক্ষমতা রাখে, তাই পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটে আনপ্রেডিক্টেবল টিম বলা হয়, যা আজ আবারও প্রমানিত হল।

Leave a Comment