ইন্সুরেন্স কি? লাইফ Insurance বলতে কি বুঝায়

ইন্সুরেন্স কি, লাইফ Insurance বলতে কি বুঝায় এ সম্পর্কে বিস্তারিত জানা জরুরী। সম্মানিত ভিজিটর বন্ধুরা আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই আমাদের আজকের আর্টিকেলের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আর্টিকেলটি কি নিয়ে আলোচিত হবে।

ইন্সুরেন্স কথাটি আপনারা সকলে কম বেশি শুনে থাকবেন। এই ইন্সুরেন্স কি (What Is Insurance), ইন্স্যুরেন্স কি ইসলামিক দৃষ্টিতে হালাল না হারাম? এটা সকলেরই জেনে রাখা উচিত।

ইন্সুরেন্স করার ক্ষেত্রে এই বিষয়ে বিস্তারিত জেনে রাখলে আপনার জন্য তার সহায়ক হবে বলে মনে করি, কেননা ভবিষ্যত প্রয়োজনে যেকোনো সময় আপনি ইন্সুরেন্স করাতে পারেন। আপনি যদি ইন্সুরেন্স সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ নিয়ে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আশা করি আপনি এই বিষয়ে অনেক প্রশ্নের উত্তর পাবেন।

তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আর্টিকেলটি পরে আমাদের সাথে থাকুন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আর্টিকেলের মূল টপিকে।

পোস্ট সুচিপত্র

ইন্সুরেন্স কি? – What Is Insurance?

ইংরেজি ইন্স্যুরেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বীমা। বীমা বা ইন্সুরেন্স (Insurance) শব্দটি দ্বারা নিশ্চয়তা প্রদান করাকে বোঝানো হয়। অর্থাৎ আপনার বর্তমানে জমাকৃত অর্থের বিনিময়ে ভবিষ্যতের অনিশ্চিত কোন দুর্ঘটনার বিপরীতে কিছু অর্থ প্রদানের প্রতিশ্রুতি হলো ইন্সুরেন্স বা বীমা।

ইন্সুরেন্স কি বা বীমা হলো আর্থিক লেনদেন চুক্তি যা দ্বারা ভবিষ্যতে কোন দুর্ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে অর্থ কিস্তিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রদান করতে হয়। অর্থাৎ এটি মানে Insurance আপনার বিপদের সঙ্গী হতে পারে। আবার আপনার অনুপস্থিতি বা মৃত্যুর পরবর্তী সময়ে আপনার পরিবারের আস্থা ও হতে পারে।

তবে এই বীমার মাধ্যমে আপনার সাথে ঘটিত দুর্ঘটনার বিপরীতে ক্ষতিপূরণ পেতে হলে অবশ্যই আপনাকে চুক্তিবদ্ধ সময় পর্যন্ত প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা দিতে হবে।

যেমন ধরুন আপনি ১ বছরের জন্য কোন একটি বীমা করেছেন এখন এই এক বছর সময়ের মধ্য প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণে বিমার টাকা জমা দিতে হবে।

তবে যদি আপনি বীমা চলাকালীন অবস্থায় অর্থাৎ এক বছর সময়ের মধ্য কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে বীমা কোম্পানির আপনার সেই ক্ষতিপূরণ প্রদান করবে। আপনি আপনার বিভিন্ন সম্পদের ওপর বীমা করতে পারেন।

ইন্সুরেন্স করা কি হালাল?

ইন্সুরেন্স করা কি হালাল,
ইন্সুরেন্স কি হালাল

মুসলমানদের ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে ইন্সুরেন্স করা কি আসলে হারাম নাকি হালাল? ইসলামে ইন্সুরেন্স সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে যা পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে যায় যে ইন্সুরেন্স করা আসলে হারাম না হালাল।

ইসলাম বলে ইন্সুরেন্স কি করা আসলে হালাল নয়। ইসলামিক দৃষ্টিতে Insurance করার সম্পূর্ণরূপে হারাম একটি লেনদেন। কেননা ইন্সুরেন্স করার প্রধান উদ্দেশ্যই থাকে জমাকৃত অর্থের চেয়ে অধিক অর্থ লাভ করা। আর এটি মূলত সুদ যা ইসলামের সম্পূর্ণরূপে নাজায়েজ।

Insurance সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে-

“আর আল্লাহ তায়ালা ক্রয়-বিক্রয়কে(ব্যবসাকে) হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। (সূরা বাকারা; আয়াত :২৭৫)

এছাড়াও ইসলামিক দৃষ্টিতে ইন্সুরেন্স হালাল না হওয়ার আরো একটি কারণ হলো ইন্সুরেন্সে জুয়ার উপস্থিতি লক্ষণীয়।

অর্থাৎ লাইফ insurance যিনি করেছেন তিনি কখন মারা যাবেন আর কত টাকা পাবেন সে তা জানে না। আর ইসলামিক দৃষ্টিতে যে কোন অনিশ্চিত লেনদেন কে বলা হয় জুয়া। তাই জুয়াকে আল্লাহতালা শয়তানের কর্মকান্ড বলে অভিহিত করেছেন এবং তার বান্দাদের জুয়া থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন।

তাই স্পষ্টভাবে বলতে গেলে ইসলামের দৃষ্টিতে ইন্সুরেন্স করা হালাল নয় হারাম।

আরও পড়ুনঃ

SEO কি?। এসইও কিভাবে করে 

Best GP Bundle Offer 30 Days

Best Robi Bundle Offer 30 Days

ইন্সুরেন্স কত প্রকার ও কি কি? – How many types of insurance and what is it?

ইন্সুরেন্স কত প্রকার ও কি কি
ইন্সুরেন্স কত প্রকার ও কি কি?

ইন্সুরেন্স এর নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই। ইন্সুরেন্স বা বীমা অনেক ধরনের হতে পারে। যার যেই ধরনের ইন্সুরেন্স করা প্রয়োজন সে সেই ধরনের ইন্সুরেন্স করে থাকে।

বিভিন্ন প্রকার ইন্সুরেন্সের মধ্য থেকে কয়েকটি insurance সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো:

  • সাধারণ বীমা (General insurance)
  • জীবন বীমা (Life insurance)
  • স্বাস্থ্য বীমা (Health insurance)
  • অগ্নিবীমা (Fire insurance)
  • সম্পত্তি বীমা (Property insurance)
  • দুর্ঘটনা বীমা (Accident insurance)
  • ভ্রমণ বীমা (travelling insurance)
  • গৃহ বিমা (Building insurance)

সাধারণ বীমা কি (General insurance)

সাধারণ বীমা বলতে দুর্যোগপূর্ণ সময়ের মোকাবিলা করার জন্য আর্থিক সহায়তা পাওয়ার আশায় যে বীমা করা হয় তাকে বলা হয় সাধারণ বীমা বা জেনারেল ইন্সুরেন্স।

জীবন বীমা কি (Life insurance)

জীবন বীমা বলতে সেই বীমা বা ইন্সুরেন্স কে বোঝানো হয় যেখানে ব্যক্তির বীমা করার সময় এমন একটি চুক্তিতে আবদ্ধ হবে যেখানে সে কি ধরনের বীমা করতে চাচ্ছেন তা উল্লেখ করবেন। সে যদি উক্ত চুক্তি সম্পন্ন করার আগেই কোন ক্ষতির সম্মুখীন হয় অথবা মৃত্যু হয় তাহলে তার মৃত্যুর পরবর্তী সময়ে তার উত্তরাধিকারগন বীমার সুদ সহ অর্থ ভোগ করবেন।

স্বাস্থ্য ইন্সুরেন্স কি (Health insurance)

মানুষের অসুস্থতা অনাকাঙ্ক্ষিত ভাবে আসে। কে কখন অসুস্থ হয়ে যাবে তা কেউই বলতে পারেনা। যার কারণে অনেকেই স্বাস্থ্য বীমা করে থাকেন। যে বীমা করার সময় আপনি নির্দিষ্ট সময়ের জন্য স্বাস্থ্য বীমার চুক্তিতে আবদ্ধ হবেন তাই হলো স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমার উপরে আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট অর্থ জমা দিবেন। তবে আপনি যদি আপনার চুক্তিতে উল্লেখ করা আগেই অসুস্থ হয়ে যান তাহলে আপনার স্বাস্থ্য চিকিৎসার সমস্ত খরচ গ্রহণ করবে বীমা কোম্পানি।

অগ্নিবীমা ইন্সুরেন্স কি (Fire insurance)

অগ্নিবীমা বেশিরভাগই ব্যবসায়ীরা করে থাকে। কারণ যদি কারো ফ্যাক্টরি কিংবা কলকারখানায় অনাকাঙ্খিতভাবে বড় ধরনের আগুন লেগে যায় কিংবা ফ্যাক্টরি বা কলকারখানার উপর বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয় সেই দুর্ঘটনার মোকাবেলা করতেই এই অগ্নিবীমা করা হয়। অগ্নিবীমা চলাকালীন সময় যদি আপনার ফ্যাক্টরি কিংবা কলকারখানায় কোন ধরনের ক্ষতি হয় কিংবা পুড়ে যায় তাহলে আপনার ফ্যাক্টরির ক্ষতি বহন করবে বীমা প্রতিষ্ঠান।

সম্পত্তি ইন্সুরেন্স কি (Property insurance)

সম্পত্তি বীমা মূলত কোন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে করা হয়। ধরুন যদি আপনার নিজস্ব কোন সম্পত্তি ,বাড়ি, ব্যবসা ,কলকারখানাতে চুরি ডাকাতি কিংবা কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি তা বহন করে থাকে।

বাংলাদেশের চেয়ে ভারতে এই সম্পত্তি বীমার চাহিদা বেশি। তবে প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় ভারতের মতো বাংলাদেশেও সম্পত্তি বীমা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

দুর্ঘটনা ইন্সুরেন্স কি (Accident insurance)

দুর্ঘটনা বীমা বলতে বোঝানো হয় কোন ব্যক্তি যদি কোন সড়ক দুর্ঘটনা অথবা অন্য কোন দুর্ঘটনার কবলে পড়ে শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হয় কিংবা তার মৃত্যু পর্যায়ে চলে যায় তাহলে এই দুর্ঘটনার বীমা তার যাবতীয় খরচ বহন করে।

শুধুমাত্র তাই নয় আপনি যদি এই দুর্ঘটনায় নিহত হন তাহলে আপনার পরিবারকেও অর্থনৈতিকভাবে সাহায্য করবে বীমা কোম্পানি।

ভ্রমণ ইন্সুরেন্স কি (Travel insurance)

ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ভ্রমণ বীমা। যারা দেশ-বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন তারা ভ্রমণ করার সময় অপ্রত্যাশিত কোন দুর্ঘটনার কবলে পড়ে যে ক্ষয়ক্ষতির শিকার হন তার ক্ষতিপূরণ দিয়ে থাকে এই বীমা কোম্পানি।

তবে উল্লেখ্য যেভ্রমণ বীমা পলিসি গুলোতে সাধারণত লাগেজ হারানো, চুরি, ট্রিপ বাতিল ,মেডিকেল সমস্যা, বিমান হাইজ্যাক এর মতো খরচ বহন করে থাকে।

গৃহ বীমা (Building insurance)

আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ বাড়ির নিরাপত্তা রক্ষার জন্য গৃহবীমা খুবই জরুরী।

কোন প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোন কারণে যদি বাড়ি বা গৃহের কোন ক্ষয়ক্ষতি হয় তাহলে আর্থিকভাবে সাহায্য পাওয়ার জন্য গৃহ বীমা করা হয়ে থাকে।

এই গৃহবীমা করার সময় ইন্সুরেন্স কোম্পানি গুলোর সাথে গৃহের মালিকের একটি চুক্তি সম্পাদিত হয় যেখানে নির্দিষ্ট অর্থ প্রদান করার অঙ্গীকার দেওয়া হয় গৃহের মালিক কে তার গৃহের অপ্রত্যাশিত ক্ষতির জন্য।

তবে এই সাহায্য পেতে হলে অবশ্যই বীমা কোম্পানিকে মাসিক প্রিমিয়াম অথবা বীমা শুরু করার সময় নির্ধারিত সময়ের জন্য অর্থ জমা দিতে হবে গৃহের মালিক কে।

ইন্সুরেন্স করার উদ্দেশ্য কি? – What is the purpose of insurance?

ইন্সুরেন্স বা বীমা করার জন্য অবশ্যই কোন না কোন উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই বীমা করা হয়। বীমা কোম্পানির বীমার উদ্দেশ্য থাকে মূলত গ্রাহকের স্বার্থ রক্ষা করা। তাদের ভালো সময়গুলোতে তারা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে তাদের নিজস্ব সম্পদ এবং স্বাস্থ্যের ঝুঁকি কোম্পানির উপর অর্পণ করে থাকে।

খেয়াল করে দেখুন জীবন বীমায় মানুষের মৃত্যুর পর তার পারিবারিক দেখাশোনার জন্য বীমা কোম্পানি সাহায্য করে। আবার অগ্নি বীমা কিংবা সম্পদ বীমা অথবা দুর্ঘটনা বীমা সকল বিমাই গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হয়।

বাংলাদেশে সরকারি বীমা কয়টি ও কি কি

ইন্সুরেন্স কি? জানারপাশাপাশি আপনাদের জানা প্রয়োজন বাংলাদেশে কতটি সরকারি বীমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে? বাংলাদেশে বেসরকারি বীমা কোম্পানির পাশাপাশি সরকারি বীমা কোম্পানিও রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ৭৯ টি বীমা কোম্পানী রয়েছে। এদের মধ্যেও জীবন বীমা খাতটি ১টি সরকারি মালিকানাধীন কোম্পানি এবং দুটি বেসরকারি মালিকানাধীন কোম্পানি নিয়ে গঠিত।

বাংলাদেশ সরকার মূলত দুটি বিভাগ কোম্পানির তত্ত্বাবধান করে থাকে। আর এই কোম্পানি দুটি সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন। বাংলাদেশ সরকার কর্তৃক দুটি বীমা কোম্পানি হলো:

১. সাধারণ বীমা কর্পোরেশন।
২. জীবন বীমা কর্পোরেশন

অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর উপর কারোই কোন হাত থাকে না। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অনেক সময় বিরাট ক্ষতি বয়ে আনে যা পূরণ করা কষ্টসাধ্য।

তাই আপনার কাটানো ভালো সময় গুলোতে যদি আপনি আপনার সম্পদ অথবা মালামালের ওপর একটি বীমা করে রাখেন আপনার বিপদের সঙ্গী হয়ে তারা আপনার ক্ষতি মোকাবেলা করতে পারবে।

কাজেই সম্পদ মাল সুরক্ষিত রাখতে আপনার একটি ইন্সুরেন্স আপনার ভরসা হতে পারে।

ইন্সুরেন্স কি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার পর এখন আপনার সিদ্ধান্ত আপনি কোন ইন্সুরেন্স গ্রহণ করবেন।

আমরা আপনাদের ইন্সুরেন্স কি নিবন্ধে ইন্সুরেন্স সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আরও পড়ুনঃ

ফেসবুক থেকে টাকা আয় করার উপায়

ঘরে বসে হাতে লিখে আয় করতে যে যে বিষয়গুলো জানতে হবে

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কি?

Insurance সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

জীবন বীমা বা ইন্সুরেন্স বলতে কি বুঝায়?

জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স বলতে এমন একটি চুক্তিকে বোঝানো হয় যা একজন বীমাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্য সম্পাদিত হয়। বীমা কোম্পানি এমন প্রতিশ্রুতি দেয় যে বিমাগ রহিতার মৃত্যু হলে তার পরিবারের সহায়তায় নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হবে।

বীমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?

বীমা কে চরম বিশ্বাসের চুক্তি বলার কারণ হলো বীমা কারী ও বিমার গ্রহিতার মধ্য এরূপ চুক্তি সম্পাদিত হওয়ার সময় একটি বিশ্বস্ত সম্পর্ক তৈরি হয় এবং তারা একে অপরের প্রতি আস্থাশীল থাকে।

বাংলাদেশে বীমা আইন কত সালে প্রতিষ্ঠিত হয়?

বাংলাদেশে ২০১০ সালের ৩ মার্চ বিমান নিয়ন্ত্রণ মূলক কাঠামো আরো জোরদার করার লক্ষ্যে দুটি বিমা আইন পাশ করা হয়।

আমাদের শেষ কথা

প্রিয় ভিজিটের বন্ধুরা ইতিমধ্যেই আপনারা আমাদের আর্টিকেলটির সম্পূর্ণ পড়ে ইন্সুরেন্স কি, ইসলাম ধর্ম মতে ইন্সুরেন্স করা কি হালাল বা হারাম এই সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আশা করি বুঝতে পেরেছেন।

আমাদের আজকের ইন্সুরেন্স কি সম্পর্কিত আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

এমন আরো শিক্ষামূলক নতুন নতুন আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করি।

Leave a Comment