Nagad App Cash Out Charge | নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত

Nagad App Cash Out Charge 2023 পরিবর্তন হয়েছে, আপনারা যারা নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন তারা নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত এ সম্পর্কে বিভিন্ন সময়ে গুগলে সার্চ করে থাকেন। বাংলাদেশের জনপ্রিয় নগদ মোবাইল ব্যাংকিং সেবা Nagad Cash Out Charge app ব্যবহার করে করলে কিছু কম কাটা হয়।

তাই আপনারা যারা জানতে চান বর্তমানে বাংলাদেশের একমাত্র ইউনিকর্ন স্টার্টআপ নগদ ক্যাশ আউট কত তাদের অনুরোধ করবো সম্পন্ন পোষ্টটি মনোযোগ সহকারে পড়বেন। এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে আপনি Nagad App Cash Out Charge কত টাকা এই সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন।

এছাড়াও কিভাবে আপনি নগদ থেকে স্বল্প খরচে ক্যাশ আউট করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো। যেখানে আপনি নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত এ সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন।

Nagad App Cash Out Charge in 2023

Since Oct 2023 Nagad App Cash Out Charge has been 1.15%, but Nagad App Cash Out Charge has recently increased, now Nagad App Cash Out Charge 1.25%. So Nagad Cash Out Charge will be increased by 0.1%.

আমরা জানি নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১১ টাকা ৫০ পয়সা, অর্থাৎ শতকরা ১.১৫ টাকা। তবে সম্প্রতি নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ বৃদ্ধি করা হয়েছে ০.১০%, সেই হিসাব অনুসারে ১০০০ টাকায় নগদ ক্যাশ আউট চার্জ বৃদ্ধি পেয়েছে ১ টাকা।

পূর্বে গ্রাহকরা নগদ অ্যাপ থেকে ১১.৫০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারলেও বর্তমানে তাদের গুনতে হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা।

তাই নগদ ক্যাশ আউট চার্জ কত এই সম্পর্কে জানতে ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তাই আপনাদের অবগতির জন্য বলছি যে বর্তমানে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১২ টাকা ৫০ পয়সা।

Nagad Cash Out Charge Per 1000 form App

নগদ ক্যাশ আউট পদ্ধতিচার্জ
Nagad App Cash Out Charge 11.50 Taka
New Nagad App Cash Out Charge 202312.50 Taka
Nagad App Cash Out Charge Incressed1 Taka
Nagad App Cash Out Charge 2023

*167# ডায়াল করে Nagad Cash Out Charge

উপরোক্ত নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত এই সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়েছেন বলে আমরা মনে করি। এখন আপনাদের জানাবো Nagad Dial code *167# ব্যবহার করে আপনি ক্যাশ আউট করলে আপনার কাছ থেকে কত টাকা খরচ কাটা হবে,

আপনারা জেনে আনন্দিত হবেন যে Nagad App Cash Out Charge এর মত নগর ডায়াল কোড ব্যবহারে ক্যাশ আউট চার্জ বৃদ্ধি করা হয়নি।

ম্যানুয়ালি ইউএসএসটি ডায়াল কোড *১৬৭# ব্যবহার করে নগদ থেকে ক্যাশ করা হলে আউট চার্জ ১৪ টাকা ৫০ পয়সা (১.৪৫%)। এবং এখনো আপনি নগদ থেকে প্রতি এক হাজার টাকা ক্যাশ আউট করতে খরচ কাটা হবে ১৪.৫০ টাকা।

শুধুমাত্র নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলে ক্যাশ আউট চার্ট বৃদ্ধি করা হয়েছে প্রতি হাজারে 1 টাকা। তাই আপনারা যারা বাটন মোবাইল ব্যবহার করে নগদ ক্যাশ আউট করেন তাদের জন্য মোটেই চিন্তার কোন বিষয় নেই।

কোন পদ্ধতিতে নগদ ক্যাশ আউট চার্জ কত?

Nagad App Cash Out Charge  নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত
Nagad App Cash Out Charge | নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত
নগদ ক্যাশ আউট পদ্ধতিচার্জ
নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে১২.৫০ টাকা
*১৬৭# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ১৪.৫০ টাকা
নগদ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে কত টাকা

Nagad App থেকে Cash Out করার পদ্ধতি

যে সকল নগদ মোবাইল ব্যাংকিং া সেবা ব্যবহারকারী নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করতে চাচ্ছেন তাদেরকে স্মার্টফোন ব্যবহার করতে হবে।

তাই নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করার জন্য প্রথমে আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে নিন। তারপর নগদ অ্যাপ ওপেন করে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।

মনে রাখবেন প্রথমবার নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপে লগইন করার সময় আপনার কাছে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) সেন্ড করা হবে, সিমটি যদি যে মোবাইলে অ্যাপস লগইন করে আছেন সেই মোবাইলে সংযুক্ত থাকে তবে অটোমেটিক ভেরিফাই হয়ে আপনি আপনার নগদ পাসওয়ার্ড ডায়াল করার মাধ্যমে অ্যাপস ড্যাশবোর্ডে চলে যাবেন।

এখন আপনার নগদ একাউন্ট থেকে কিভাবে ক্যাশ আউট করবেন এই পদ্ধতিটি আপনাকে জানতে হবে, যদিও পদ্ধতি খুব বেশি কঠিন নয় তথাপিও নতুন নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে থাকে।

Note: Nagad OTP ব্যবহারে সতর্কতা

ওটিপি (OTP) হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, প্রথমবার যখন আপনি আপনার নগদ অ্যাপে লগইন করবেন, তখন ওটিপি নাম্বার ছাড়া আপনি কখনোই নগদ একাউন্টে লগিন করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতেই মূলত ওটিপি ব্যবহার নিশ্চিত করা হয় গ্রাহকদের কাছ থেকে, এছাড়াও ওটিপি কখনোই কাউকে না দেয়ার জন্য কোম্পানি ব্যাপক প্রচারণা চালিয়ে থাকে। তাই অবশ্যই আপনিও কখনো ভুল করবেন কারো সাথে ওটিপি শেয়ার করবেন না।

আরো পড়ুনঃ

বিকাশ একাউন্ট দেখার নিয়ম

ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়

কিভাবে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করবেন?

প্রিয় পাঠক থেকে ক্যাশ আউটের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য আপনার কাছে একটি নগদ এজেন্ট (নগদ উদ্যোক্তা) নম্বর থাকতে হবে।

  • নগদ অ্যাপ ড্যাশবোর্ডে দ্বিতীয় নম্বর অপশনটি হচ্ছে ক্যাশ আউট, নগদ থেকে টাকা উত্তোলনের জন্য আপনি প্রথমেই ক্যাশ আউট ট্যাবে ক্লিক করুন।
  • তারপর আপনি সরাসরি নগদ নাম্বার প্রবেশ করাতে পারেন অথবা নগদ কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নগদ নম্বরটি সংগ্রহ করতে পারেন। নগদ উদ্যোক্তা নম্বরটি লিখে পরবর্তী গঠনে ট্যাব করুন।
  • তারপর আপনি যেই পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন ওই পরিমাণ টাকার অংক লিখুন এবং পরবর্তী বাটনে ট্যাব করুন।
  • এখন আপনি নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য যে নগদ উদ্যোক্তা বা নগদ এজেন্ট নম্বর ব্যবহার করেছেন সেই নাম্বার, টাকার পরিমান, টাকা উত্তোলনের খরচ, ভ্যাট ও সর্বমোট খরচ দেখানো হবে
  • তার ঠিক নিচের অংশেই নগদ পিন কোড দেয়ার অপশনটি খুজে পাবেন।
  • নগদ পিন কোড ফিল্ডে আপনার চার সংখ্যার নগদ পিন কোডটি লিখে পরবর্তী বাটনে ট্যাব করুন।
  • গ্রাহকদের সুবিধার্থে নগদ পুনরায় আপনাকে সকল তথ্যগুলো দেখাবে এবং আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স কত টাকা রয়েছে তা দেখাবে, তা ঠিক নিচে আপনি “ট্যাপ করে ধরে রাখুন” লোগোতে ট্যাপ করে ধরে রাখলেই আপনার নগদ ক্যাশ আউট সম্পন্ন হবে।

Nagad Cash Out Charge 2023 FAQS

নগদ ক্যাশ আউট চার্জ কত টাকা?

নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ বর্তমানে ১২ টাকা ৫০ পয়সা ভ্যাট সহ, তবে নগদ ডায়াল কোড *167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ ১৪ টাকা ৫০ পয়সা।

নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত টাকা?

বর্তমানে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ ১২.৫০ টাকা। যা পূর্বের থেকে ০.১০% মানে প্রতি হাজারে 1 টাকা বৃদ্ধি করা হয়েছে।

নগদ ডায়াল কোড কত?

নগদ ডায়াল কোড হলো *১৬৭#

নগদ উদ্যোক্তা কি?

নগদের যে সকল ব্যবসায়িক অংশীদার রয়েছে তাদেরকে নগদ উদ্যোক্তা বলা হয়, সাধারণত আমরা যাদেরকে নগদ এজেন্ট বলে থাকি নগদ অফিসিয়াল তাদেরকে উদ্যোক্তা বলে থাকে।

উপসংহার,

আশা করি আপনি Nagad App Cash Out Charge 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পেয়েছেন। বর্তমানে বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে সবগুলোর থেকে কম খরচে নগদ ক্যাশ আউট সেবা দিয়ে থাকে গ্রাহকদের।

তবে এক্ষেত্রে বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা ডাচ বাংলা ব্যাংক পরিচালিত রকেট তাদের স্যালারি একাউন্ট এর মাধ্যমে ফ্রি ক্যাশ আউট সেবা দিচ্ছে। তবে সেটি শুধুমাত্র স্যালারি একাউন্ট এর ক্ষেত্রে, কোন সাধারণ রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করি গ্রাহক কখনোই এ সেবা উপভোগ করতে পারেন না।

তাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বলা চলে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে যে মোবাইল ব্যাংকিং সেবাটি ক্যাশ আউট সুবিধা দিচ্ছে সেটি হচ্ছে নগদ।

এছাড়াও এই ব্লগ পোষ্টের মাধ্যমে Nagad Cash Out Charge কোন পদ্ধতিতে কত টাকা কাটা হয় সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আরো পড়ুনঃ

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ২০২৩

ইন্সুরেন্স কি? লাইফ Insurance বলতে কি বুঝায়

কিভাবে আপনি খুবই সহজে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কত জানতে পারেন এই সম্পর্কেও পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে। এবং আমরা চেষ্টা করেছি যাতে আপনি নগদ এজেন্ট থেকে খুব সহজে করতে পারেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দিতে।

টেলিকম সেবা সম্পর্কে সঠিক তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইট এবং ফেসবুকে আমাদের সাথে থাকুন।

Leave a Comment